Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিটিআরসির নতুন চেয়ারম্যানকে ফুলেল সংবর্ধনা জানালো বাক্কো

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৩ ১৭:১৬

ঢাকা: বিটিআরসির নতুন চেয়ারম্যান মো. মহিউদ্দিন আহমেদকে ফুলেল সংবর্ধনা জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)। সোমবার (১৮ ডিসেম্বর) বিটিআরসি কার্যালয়ে সংগঠনের নেতারা নতুন চেয়ারম্যানকে এ সংবর্ধনা জানান।

এ সময় নবনিযুক্ত বিটিআরসি চেয়ারম্যান বাক্কো তথা সমগ্র বিপিও শিল্পের উন্নয়নে স্বীয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করে বলেন, ‘বিপিও শিল্পের উন্নয়নের লক্ষ্যে ২০০৯ সাল থেকে সব রকম সহযোগিতা করে আসছে বিটিআরসি এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।’

বিজ্ঞাপন

বাক্কো কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি ওয়াহিদ শরীফ, সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. তানজিরুল বাসার এবং পরিচালক মুসনাদ ই আহমেদ। এ ছাড়াও উপস্থিত ছিলেন বাক্কো সচিবালয়ের সদস্যরা।

সংবর্ধনার আনুষ্ঠানিকতা শেষে দেশের বিপিও শিল্পের বর্তমান অবস্থান ও এর উন্নয়নের নিমিত্ত সম্ভাব্য ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করেন বাক্কো কার্যনির্বাহী কমিটি।

সারাবাংলা/ইএইচটি/একে

বিটিআরসি সংবর্ধনা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর