হাইকোর্টেও প্রার্থিতা ফিরে পাননি নৌকার বাবুল
১৮ ডিসেম্বর ২০২৩ ১৫:৫৩
ঢাকা: ঋণখেলাপির অভিযোগে যশোর-৪ আসনে প্রার্থিতা ফিরে পেতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনামুল হক বাবুলের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে বাবুলের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের দেওয়া আদেশ বহাল থাকছে।
সোমবার (১৮ ডিসেম্বর) বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জুরুল হক।
এনামুল হক বাবুলের বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এনে আপিল করেছিলেন একই আসনের স্বতন্ত্র প্রার্থী সুকৃতি কুমার মণ্ডল।
এ ছাড়া এনামুল হক বাবুলের মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে ওই আসনের বর্তমান সংসদ সদস্য ও দ্বাদশ সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী রনজিত কুমার রায় আপিল করেছিলেন।
শুনানি শেষে গত ১৩ ডিসেম্বর প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের আপিল ট্রাইব্যুনাল। পরে নির্বাচন কমিশনের আপিল ট্রাইব্যুনালের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন এনামুল হক বাবুল। আজ শুনানি শেষে বাবুলের রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
সারাবাংলা/কেআইএফ/ইআ