Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রার্থিতা ফিরে পেলেন ময়মনসিংহ-৯ এর আ.লীগ প্রার্থী সালাম

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৩ ১৪:১৬

ঢাকা: ঋণ খেলাপির অভিযোগে ময়মনসিংহ-৯ আসনের আওয়ামী লীগের প্রার্থী মেজর জেনারেল (অব.) এম এ সালামের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের দেওয়া আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে নির্বাচন কমিশনের দেওয়া আদেশ কেন বাতিল করা হবে না, এই মর্মে রুল জারি করেছেন আদালত।

সোমবার (১৮ ডিসেম্বর) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো.বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী প্রবীর নিয়োগী ও মতিউর রহমান ভুঁইয়া।

মনোনয়নপত্র যাচাই–বাছাইয়ে ময়মনসিংহ-৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী এম এ সালামের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। পরে এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন একই আসনের বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান।

গত ১৫ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তার দেওয়া সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দিয়েছে নির্বাচন কমিশনের (ইসি) আপিল ট্রাইব্যুনাল। এর ফলে এম এ সালামের প্রার্থিতা বাতিল হয়ে যায়।

ঋণখেলাপি হওয়ায় এমন সিদ্ধান্ত নেয় ইসি। পরে ইসির দেওয়া আদেশ চ্যালেঞ্জ হাইকোর্টে রিট করেন এম এ সালাম।

আজ শুনানি শেষে আদালত ইসি’র আদেশ স্থগিত করেছেন। পাশাপাশি ইসির সিদ্ধান্ত বাতিল প্রশ্নে রুল জারি করেছেন।

সারাবাংলা/কেআইএফ/এমও

আ.লীগ প্রার্থী সালাম টপ নিউজ ময়মনসিংহ-৯

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর