সিইসি’র সঙ্গে জাপান রাষ্ট্রদূতের বৈঠক দুপুরে
স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ ডিসেম্বর ২০২৩ ১৩:১৬
১৮ ডিসেম্বর ২০২৩ ১৩:১৬
ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে আজ দুপুরে বৈঠক করবেন বাংলাদেশে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।
সোমবার (১৮ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির কক্ষে বৈঠকটি হওয়ার কথা রয়েছে।
ইসির কর্মকর্তারা জানান, বৈঠকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে আলোচনা হতে পারে।
এদিকে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এর আগেও সিইসির সঙ্গে বৈঠক করেছেন জাপান রাষ্ট্রদূত। সর্বশেষ গত ১ জুন সিইসির সঙ্গে বৈঠক শেষে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি সাংবাদিকদের বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য তারা কী পদক্ষেপ নিচ্ছেন সেগুলো জানতে চেয়েছি।’
সারাবাংলা/জিএস/এমও