আ.লীগের নির্বাচনি ইশতেহার ঘোষণা ২৭ ডিসেম্বর
১৮ ডিসেম্বর ২০২৩ ১৩:০৩ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৩ ১৩:৫৫
ঢাকা: স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্লোগান নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে আগামী ২৭ ডিসেম্বর আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আগামী ২৭ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন আমাদের নেত্রী শেখ হাসিনা।’
এছাড়া আগামী ২০ ডিসেম্বর সিলেটের হযরত শাহজালালের মাজার জিয়ারত শেষে আনুষ্ঠানিক নির্বাচনে প্রচারণা শুরু করবেন।
পাশাপাশি আজ প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে সারাদেশে নির্বাচনী প্রচারণা শুরু হবে। তাই দলের নৌকার প্রার্থীদের আচরণবিধি মেনে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করার জন্য আহ্বান জানান।
এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া উপদফতর সম্পাদক সায়েম খানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এনআর/ইআ