Sunday 29 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নানা আয়োজনে পর্তুগাল দূতাবাসে বিজয় দিবস উদযাপন

সারাবাংলা ডেস্ক
১৮ ডিসেম্বর ২০২৩ ১১:২৫

বাংলাদেশ দূতাবাস লিসবন যথাযোগ্য মর্যাদা ও আনন্দমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন করেছে।

বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী ব্যানার, পোস্টার, বেলুন, ফেস্টুন এবং রঙিন আলোকসজ্জায় দূতাবাসকে বর্ণিল সাজে সজ্জিত করে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা জয়।

১৬ ডিসেম্বর সকালে রাষ্ট্রদূত রেজিনা আহমেদ দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করেন।

এদিন দুপুর ২টায় বিজয় দিবস উদযাপনের দ্বিতীয় পর্বে, দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবার, প্রবাসী বাংলাদেশি নেতারা, শিক্ষার্থী, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিতিতে দূতাবাসে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। রাষ্ট্রদূত রেজিনা আহমেদ পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর প্রবাসী বাংলাদেশি বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

বিজয় দিবস উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে আয়োজন করা হয় বিজয় মেলার। মেলার স্টলসমূহে প্রবাসী বাংলাদেশি নারী উদ্যোক্তারা বিভিন্ন রকমের পিঠা, খাদ্য-সামগ্রী ও হস্তশিল্পের প্রদর্শন করেন। মেলার উদ্বোধন করেন রাষ্ট্রদূত রেজিনা আহমেদ।

মেলায় প্রবাসী বাংলাদেশি ছাড়াও বিজয় দিবসে আসা বিদেশি নাগরিকদের নিয়ে স্টলসমূহ পরিদর্শন করেন রাষ্ট্রদূত।

বিজয় দিবসের আলোচনা সভার শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবারবর্গ এবং মহান মুক্তিযুদ্ধে জীবন বিলিয়ে দেওয়া শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। তারপর মহান বিজয় দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রেরিত বাণী পাঠ করা হয়।

বিজ্ঞাপন

এরপর বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন বক্তারা।

রাষ্ট্রদূত রেজিনা আহমেদ সমাপনী বক্তব্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদ, বীরাঙ্গনা এবং জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে দেশে-বিদেশে থাকা সবাইকে যার যার জায়গা থেকে কাজ করার আহ্বান জানান তিনি।

রাষ্ট্রদূত সবাইকে বৈধভাবে রেমিট্যান্স পাঠানোরও অনুরোধ করেন।

আলোচনা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গ, জাতীয় চার নেতা এবং মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া সবার মাগফেরাত কামনা করে দেশের সার্বিক উন্নয়নের জন্য মোনাজাত করা হয়।

বিজয় দিবস উদযাপন উপলক্ষে দূতাবাসে প্রবাসী শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রবাসী শিল্পীদের অংশগ্রহণে সেখঅনে গান, কবিতা ও নৃত্য পরিবেশিত হয় যা দর্শকদের বিমোহিত করে।

সারাবাংলা/ইআ

বিজ্ঞাপন

বিপিএলের টিকিট মিলবে যেভাবে
২৯ ডিসেম্বর ২০২৪ ১৩:৪০

হাল না ছাড়ার প্রত্যয় গার্দিওলার
২৯ ডিসেম্বর ২০২৪ ১২:৫৪

আরো

সম্পর্কিত খবর