Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এমন বিকেল কখনও দেখেনি প্রধান বিচারপতির বাসভবন

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২৩ ২৩:১০ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৩ ০৯:৪২

ঢাকা: রাজধানীর হেয়ার রোডের প্রধান বিচারপতির বাসভবন। এ পর্যন্ত ২৩ জন প্রধান বিচারপতি এখানে বসবাস করেছেন। কিন্তু একসঙ্গে সবাই মিলিত হতে পারেননি। তবে রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে বর্তমান প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের দাওয়াতে মিলিত হয়েছেন সাবেক ১০ প্রধান বিচারপতি।

তারা হলেন- সাবেক প্রধান বিচারপতি এ টি এম আফজাল, কে এম হাসান, সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন, মো. রুহুল আমিন, মো. তাফাজ্জাল ইসলাম, মোহাম্মদ ফজলুল করিম, এ বি এম খায়রুল হক, মো. মোজাম্মেল হোসেন, সৈয়দ মাহমুদ হোসেন ও হাসান ফয়েজ সিদ্দিকী। এই সাবেক প্রধান বিচারপতিরা এক সময়ে বসবাস করা আঙ্গিনায় এসে বিভিন্ন স্মৃতি রোমন্থন করেছেন। স্মৃতি হিসেবে ১০টি আম গাছও রোপণ করেন তারা।

বিজ্ঞাপন

এ সময় প্রধান বিচারপতির বাসভবনের ইতিহাস সম্বলিত বাংলা ও ইংরেজি ভাষায় লেখা ফলক উন্মোচন করা হয়। এক পর্যায়ে ফটোসেশন করেন বর্তমান প্রধান বিচারপতি ও সাবেক ১০ জন।

এ সময় উপস্থিত ছিলেন আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও জাহাঙ্গীর হোসেন, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ড. কামাল হোসেন, জমির উদ্দিন সরকার, সাবেক অ্যাটর্নি জেনারেল এএফ হাসান আরিফ, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকিরসহ সুপ্রিম কোর্টের কর্মকর্তারা।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

প্রধান বিচারপতি বাসভবন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর