Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘হিংস্র রূপ ধারণ করেছে সরকার’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২৩ ২৩:০৬ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৩ ২৩:১৩

ঢাকা: সরকার তীব্র মাত্রায় হিংস্র রূপ ধারণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

বগুড়া জেলার কাহালু উপজেলা বিএনপির সহদফতর সম্পাদক মো. আনোয়ার হোসেন হৃদয় এবং ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক মো. দেলোয়ার হোসেনকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গ্রেফতার করে এখন পর্যন্ত সন্ধান না দেওয়ার অভিযোগ তুলে এ বিবৃতি দেন রিজভী।

তিনি বলেন, ‘মো. আনোয়ার হোসেন হৃদয় ও মো. দেলোয়ার হোসেনকে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতার এবং তাদের খোঁজ না দেওয়ার ঘটনা আতঙ্কজনক। তাদের এভাবে আটক ও গুম করে রাখা নির্মম মনুষ্যত্বহীনতা এবং ভয়ানক অশুভ সংকেত।’

রিজভী বলেন, ‘বর্তমান অবৈধ আওয়ামী শাসকগোষ্ঠী বিরোধী দল ও মতকে দমন এবং চলমান গণতান্ত্রিক আন্দোলনে জনগণ ও বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ভয় পাইয়ে দিতে এখন আরও তীব্র মাত্রায় হিংস্র রূপ ধারণ করেছে। এই দুই নেতার সন্ধান না পাওয়ায় তাদের পরিবার-পরিজনসহ দলের নেতাকর্মীরা গভীর উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে রয়েছে।’

অবিলম্বে মো. আনোয়ার হোসেন হৃদয় ও মো. দেলোয়ার হোসেনকে জনসমক্ষে হাজির করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নইলে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে সরকারকেই এর দায় নিতে হবে।’

সারাবাংলা/এজেড/টিআর

গুম-খুন নির্বাচন বিএনপি রুহুল কবির রিজভী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর