Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগুন নিয়ে খেলা দেশের মানুষ মেনে নেবে না: শেখ হাসিনা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২৩ ২৩:০০

ঢাকা: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির চরিত্র কখনো বদলাবে না। জনগেণের কল্যাণের কথা কখনও এরা চিন্তা করে না। এরা নিজেদেরটাই ভালোবাসে। আর এই যে আগুন নিয়ে খেলা, এই খেলা ভালো না; বাংলাদেশের মানুষ এটি কখনো মেনে নেবে না।

রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপির-জ্বালাও পোড়াও অগ্নিসন্ত্রাসের নৈতিবাচক রাজনীতির সমালোচনা করেন আওয়ামী লীগ সভাপতি। শেখ হাসিনা বলেন, ‘বিএনপি অতীতেও নির্বাচন ঠেকাতে চেয়েছিল কিন্তু পারেনি। জনগণ পাশে থাকলে যায় না। খালেদা জিয়া যখন ভোট কারচুপি করে ক্ষমতায় থাকতে চেয়েছিল ১৯৯৬ সালের ১৫ ফ্রেবুয়ারি। সেই সময় ওই নির্বাচন কেউ মেনে নেয়নি। জনগণের আন্দোলনের কারণে খালেদা জিয়া ৩০ শে মার্চ পদত্যাগ করতে বাধ্য হয়। ভোট চুরির অপবাদ মাথায় নিয়ে খালেদা জিয়া বিদায় নেয়।’

আজকে খুব অবাক লাগে বিএনপি যখন গণতন্ত্রের কথা বলে। আর জনগণের ভোটের অধিকারের কথা বলে। ভোটের অধিকার কেড়ে নেওয়া ভোট কারচুপি করা, সীল মেরে বাক্স ভরা হ্যাঁ-না ভোটের নামে হ্যাঁ ভোটের বাক্স পাওয়া এগুলি কে করেছে? এগুলো তো জিয়াউর রহমানই শুরু করেছে। জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে শুরু করেছিল বলেও দাবি করেন প্রধানমন্ত্রী।

বিএনপি জন্মই হয়েছে অবৈধভাবে ক্ষমতাদখলকারীর হাতে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘ওদেরকে বাংলাদেশেল জনগণ বিশ্বাস করবে কিভাবে? বিএনপি ক্ষমতায় এসে মানুষের ভাগ্য পরিবর্তনে তারা কিছু করেনি বরং নিজেদের ভাগ্য পরিবর্তন তারা করেছিল।’

বিজ্ঞাপন

শেখ হাসিনা আরও বলেন, ‘এদের চরিত্র কখনো বদলাবে না। জনগেণের কল্যাণের কথা কখনো এরা চিন্তা করে না। জনগণের মঙ্গলের কথা চিন্তা করে না। এরা নিজেদেরটাই ভালবাসে। যখন ক্ষমতায় এসেছে জনগণের ভোট চুরি, অর্থ সম্পদ বানানো বিদেশে পাচার করা, মানি লন্ডারিং করা, অর্থ পাচার করা এমনকি এতিমের অর্থ আত্মসাৎ করেছে। আর তাদের কাছ থেকে এখন কত বড় কথাও শুনতে হয়। এটাই হচ্ছে বাংলাদেশের দুভার্গ্য বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

আজকে হরতাল ডাকে অবরোধ ডাকে আর মানুষ পুড়িয়ে মারে। এমনকি রেললাইন কেটে বগি ফেলে দিয়ে মানুষ হত্যা করে। এটি তো সরসারি হত্যাকান্ড ঘটানো বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, ‘একটার পর আগুন দিচ্ছে। সেই পোড়া মানুষগুলোর জন্য আমরা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। কিন্তু এই সাধারণ মানুষরা স্বাধীন চলতে পারবে না কেন? কেন বারবার তাদের ওপর প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে? কেন তাদের আগুন দিয়ে পোড়াতে হবে, সেটাই আমাদের প্রশ্ন? আমি মনে করি বাঙালি জাতিরও এই প্রশ্ন বিএনপির কাছে করা উচিত ‘

তিনি আরও বলেন, ‘তারা আন্দোলনের নামে মানুষ পোড়ায়। আন্দোলনের নামে রেল গাড়ির যাতে দুর্ঘটনা হয়। আর একটা দুর্ঘটনা মানে কত মানুষের মৃত্যু? অর্থ্যাৎ মৃত্যুর ফাঁদ তৈরি করে মানুষ হত্যা করে তারা। জিয়াউর রহমান মানুষ হত্যা করেছে খালেদা জিয়াও এসে ওই একই কাণ্ড। গ্রেনেড হামলা, কোটালীপাড়ায় বোমা রেখে ঠিক মারা বহু ঘটনা ঘটিয়েছে।’

শেখ হাসিনা বলেন, ‘একজনে বলেছিল আমরা যখন পল্টনে তারেক কেন লন্ডনে? ওখান থেকে হুকুম দেয় আর এখান থেকে তারা আগুন দেয়। ওখান থেকে হুকুম আসে এখানে যারা আগুন দেয় তারা কি মনে করে? এই যে আগুন নিয়ে খেলা, এই খেলা ভাল না। বাংলাদেশের মানুষ এটা কখনো মেনে নেবে না।’

বিজ্ঞাপন

দেশের মানুষের প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘যারা অগ্নিসন্ত্রাসী তাদের বিরুদ্ধে সকলকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ওরা হরতাল দিয়ে লুকিয়ে থাকে, ঘরে বসে থাকে। হাজার হাজার টাকা খরচ করে এতো টাকা পায় কোথায়? জনগণের সমস্ত টাকা মানি লন্ডারিং করে বাইরে নিয়ে গেছে। অস্ত্র চোরাকারবারি, মানি লণ্ডারিং, ঘুষ, দুর্নীতি হাওয়া ভবন খুলে পাওয়া এটাই তো তাদের কাজ। জনগণকে কী দিয়েছে তারা?’

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যৌথভাবে সভা পরিচালনা করেন দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ ও উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আবদুল আউয়াল শামীম।

সারাবাংলা/এনআর/একে

আগুন সন্ত্রাস প্রধানমন্ত্রী বিএনপি ভোট শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর