রিজার্ভ বেড়ে ২৫.৮২ বিলিয়ন মার্কিন ডলার
১৭ ডিসেম্বর ২০২৩ ২০:২৬ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৩ ২০:৩৬
ঢাকা: সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) দেওয়া ঋণের অর্থ যুক্ত হয়েছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে। বর্তমানে এর পরিমাণ ২৫ দশমিক ৮২ বিলিয়ন মার্কিন ডলার। তবে আইএমএফের মানদণ্ড ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল-৬ (বিপিএম৬) অনুযায়ী রিজার্ভের পরিমাণ ২০ দশমিক ৪১ বিলিয়ন মার্কিন ডলার।
রোববার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
আরও পড়ুন- ৫ ইসলামী ব্যাংককে সতর্কতামূলক চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক
মেজবাউল হক বলেন, বর্তমানে দেশের রিজার্ভের পরিমাণ ২৫ দশমিক ৮২ বিলিয়ন ডলার। বিপিএম-৬ অনুযায়ী যদি হিসাব করেন, তাহলে এর পরিমাণ হবে ২০ দশমিক ৪১ বিলিয়ন ডলার।
সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, রিজার্ভের অর্থের মধ্যে ৬৮৯ মিলিয়ন ডলার আইএমএফ থেকে এবং ৪০০ মিলিয়ন ডলার এডিবি থেকে এসেছে।
সারাবাংলা/আইই/টিআর