Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১১ ঘণ্টা পর আলো জ্বলল আটলান্টার বিমানবন্দরে


১৯ ডিসেম্বর ২০১৭ ১৪:১০

সারাবাংলা ডেস্ক

প্রায় ১১ ঘণ্টা বিদ্যুৎ বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রের ব্যস্ততম আটলান্টার হার্টসফিল্ড-জ্যাকসন বিমানবন্দরে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয়েছে। সিএনএন’র এক প্রতিবেদনে বলা হয়, রোববার (১৭ ডিসেম্বর) স্থানীয় সময় মধ্যরাতের ঠিক আগে বিমানবন্দরের লাইটগুলো জ্বলে ওঠে। এ সময় বিমানবন্দরে আটকে পড়া হাজার হাজার যাত্রীকে উচ্ছ্বসিত দেখা যায়।

হার্টসফিল্ড-জ্যাকসন ইন্টারন্যাশনাল বিমানবন্দরের নিজস্ব টুইটার অ্যাকাউন্টে বলা হয়েছে, বিমানবন্দরের সব জায়গায় বিদ্যুৎ স্বাভাবিক রয়েছে। বিদ্যুৎ বিপর্যয়ের প্রায় ১১ ঘণ্টা পর বিমানবন্দর কর্তৃপক্ষের এটাই প্রথম আনুষ্ঠানিক বিবৃতি।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ‘পাঁচ হাজারের বেশি যাত্রীকে খাবার সরবরাহ করা হয়েছে।’

জেনিফার লি নামে এক যাত্রী জানান, পোষাপ্রাণীটিকে নিয়ে মিনেসোটা থেকে ফ্লোরিডায় যাওয়ার সময় উড়োজাহাজের ভেতর ৪ ঘণ্টা আটকে ছিলাম। এমন অনেক ঘটনা পাওয়া যাবে।

হার্টসফিল্ড-জ্যাকসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় রোববার বেলা ১টায় বিদ্যুৎ চলে যায়। রোববার সন্ধ্যায় পুরোপুরি বিদ্যুৎ চলে আসে।

আটলান্টার হার্টসফিল্ড-জ্যাকসন বিশ্বের ব্যস্ততম বিমাবন্দর। প্রতিদিন আড়াই লাখের বেশি মানুষ এ বিমানবন্দর দিয়ে যাতায়াত করেন এবং প্রায় দুই হাজার ৫০০টি বিমান ওঠানামা করে। বিদ্যুৎ না থাকায় রোবরার ১০০০ এরও বেশি ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে যাওয়ায় যাত্রীদেরকে বিমানবন্দরের অন্ধকার টার্মিনাল এবং বিমানের ভেতরেই বসে থাকতে হয়।

তবে সোমবারও ৪০০টি ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রী ভোগান্তি পুরোপুরি নিরসনে আরো সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএইচটি

আটলান্টা-বিমানবন্দর আলো

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর