Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনে থাকবে জাতীয় পার্টি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২৩ ১৬:১২ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৩ ১৮:৫৮

ঢাকা: জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নির্বাচনে থাকার সিদ্ধান্ত জানিয়েছে জাতীয় পার্টি (জাপা)। রোববার (১৭ ডিসেম্বর) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন বিকেলে দলটির সাধারণ সম্পাদক মজিবুল হক চুন্নু সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানান।

তিনি জানান, জাতীয় পার্টি ২৮৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। তবে কিছু কিছু আসনে সমঝোতা হবে। এটি দলের নির্বাচনি কৌশল।

মুজিবুল হক চুন্নু বলেন, আমারা চাই সকল ষড়যন্ত্র ও অপচেষ্টা উপেক্ষা করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে। আমরা নির্বাচনমুখি দল। আগামীকাল সোমবার দলের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ হবে—এই আশ্বাস সরকারি দল ও নির্বাচন কমিশন থেকে আমরা পেয়েছি। আমরা তাদের কার্যক্রম অবজার্ভ করে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের সিমটম পেয়েছি।

চুন্নু বলেন, আমরা নির্বাচন করছি ২৮৩টি আসনে। সেখানে অন্য দলের প্রার্থী আছে, স্বতন্ত্র আছে কিংবা বিদ্রোহী প্রার্থী আছে— এগুলো আমরা চিন্তা করছি না। আমরা যুদ্ধ করে যান, খেলে যাব। কোন কোন আসনের বিষয়ে সমঝোতা হয়ে থাকতে পারে, কৌশলগত কারণে এখন সেটি বলছি না।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা বেশিরভাগ আসনে যদি জয়লাভ করতে পারি, তখনই আমরা সন্তুষ্ট।

সারাবাংলা/এএইচএইচ/ইএইচটি/আইই

টপ নিউজ মুজিবুল হক চুন্নু

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর