সোমবারের হরতাল প্রত্যাহার বিএনপির
স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২৩ ১৬:০২ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৩ ২০:৪০
১৭ ডিসেম্বর ২০২৩ ১৬:০২ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৩ ২০:৪০
ঢাকা: পূর্ব ঘোষিত সোমবারের (১৮ ডিসেম্বর) সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহার করেছে বিএনপি। তবে সোমবারের পরিবর্তে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) এই কর্মসূচি পালন করবে দলটি।
রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।
রিজভী জানান, কুয়েতের আমির শেখ নওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় বিএনপির আগামীকাল ১৮ ডিসেম্বর সোমবারের ঘোষিত হরতাল প্রত্যাহার করে আগামী পরশু দিন ১৯ ডিসেম্বর মঙ্গলবার কর্মসূচি পালন করা হবে।
সরকারের পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা, নির্বাচনের তফসিল বাতিল এবং খালেদা জিয়াসহ কারাবন্দি বিএনপি নেতাদের মুক্তির দাবিতে এ হরতাল কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি।
সারাবাংলা/এজেড/একে