Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে একজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২৩ ১৫:৪৯

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদিখানে সিনএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগায় একজনের মৃত্যু হয়েছে।

রোববার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সিরাজিখান উপজেলা বালুচর ইউনিয়নের মোল্লাচর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তির নাম আব্দুল ওহাব খান সুমন (৪৩)। সে উপজেলার ভক্তভলি ইউনিয়নের মধ্যনগর বড় মসজিদের ইমাম ও খতিব ছিলেন। সুমন গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের স্পানিচর গ্রামের মৃত মোবারক আলী খানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সুমনের মা অসুস্থ বিধায় মাকে দেখার জন্য ফজর নামাজ পড়েই গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। বালুচর ইউনিয়নের মোল্লাচর বাজারে এলে সিনএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগলে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে।

এতে সুমনের মাথায় আঘাত লেগে তিনি ঘটনাস্থলে মারা যান। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নেন।

সিরাজদিখান থানার এসআই নিজাম বলেন ,খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় আমরা মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। মূলত সিনএনজি অটোরিকশা চালক অতিরিক্ত গতিতে রং রোডে গাড়ি চালানোর ফলে এ দুর্ঘটনা ঘটে।

অটোরিকশা চালক থানা পুলিশের হেফাজতে রয়েছে।

সারাবাংলা/একে

মুন্সীগঞ্জ সিএনজিচালিত অটোরিকশা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর