Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিএনপি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভাগাভাগির নির্বাচন বলছে’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২৩ ১৫:২৬ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৩ ১৬:১৪

ওবায়দুল কাদের, ফাইল ছবি

ঢাকা: বিএনপি ও তার দোসররা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ভাগাভাগির নির্বাচন বলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তারা যতই বাধা দিক নির্বাচন বাধাপ্রাপ্ত হবে না বলেও উল্লেখ করেন তিনি।

রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন কমিশনের নিয়ম মেনে চলছে আওয়ামী লীগ। আর বিএনপি ও তার দোসররা নির্বাচন বানচালে প্রতিদিন আগুন দিচ্ছে। হরতাল-অবরোধ ডাকছে।’

এক প্রশ্নের সেতুমন্ত্রী বলেন, ‘জাতীয় পার্টি নির্বাচন থেকে সরে যাবে এমন তথ্য তার কাছে নেই। তাদের সঙ্গে আওয়ামী লীগের সমঝোতা আছে। এখানে কোনো প্রকার অশোভন পরিস্থিতির সৃষ্টি হয়নি। আমরা বসেই আলোচনা করেছি এবং শুধুমাত্র আসন ভাগাভাগি নয়, বিএনপি নির্বাচন বয়কট, প্রতিরোধের যে ডাক দিয়েছে- এটা নিয়ে নির্বাচনে আসা সমমনা দলগুলোর সবার ঐক্য থাকা দরকার সে বিষয়েও কথা হয়েছে। আসন ছাড় ও প্রত্যাহারের বিষয়টি বিকেল ৪টার মধ্যে পরিষ্কার হবে।’

তিনি বলেন, ‘১৬ ডিসেম্বর বিজয়ের দিনকে এক বিএনপি নেতা পরাজয় দিবস বলছেন। পরাজয়তো বিএনপি ও জামাতের- পাকিস্তানের দোসরদের। তারা মানুষের জন্য রাজনীতি করে না, গণতন্ত্রে তারা বিশ্বাস করে না। ষড়যন্ত্র সহিংসতা, গুপ্ত হামলা চালিয়ে নির্বাচন বানচালে তাদের রঙ্গিন খোয়াব সফল হবে না।’

এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক ও মির্জা আজমসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/এনএস

আওয়ামী লীগ টপ নিউজ বিএনপি সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর