মোমেনকে সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন সিরাজ
স্টাফ করেসপেন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২৩ ১৫:২৪ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৩ ১৬:০৩
১৭ ডিসেম্বর ২০২৩ ১৫:২৪ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৩ ১৬:০৩
ঢাকা: সিলেট ১ আসনে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ প্রার্থিতা প্রত্যাহার করেছেন। আজ রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দেন। তিনি ওই আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন।
সিলেট-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মিসবাহ উদ্দীন সিরাজ আওয়ামী লীগের সাবেক তিনবারের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। তিনি জানান, নৌকার প্রার্থী ড. এ কে আব্দুল মোমেনের সমর্থনে তিনি প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
এর আগে, এই আসন থেকে জাতীয় পার্টির দলীয় মনোনয়নপ্রাপ্ত নজরুল ইসলাম বাবুলও তার প্রার্থিতা প্রত্যাহার করেছিলেন। তিনিও ড. মোমেনের প্রতি সমর্থন জানিয়ে ওই আসনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
সারাবাংলা/আইই