যশোরের ৫টি আসন থেকে জাকের পার্টির মনোনয়ন প্রত্যাহার
১৭ ডিসেম্বর ২০২৩ ১২:৪৬ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৩ ১২:৫৯
যশোর: আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন যশোরের জাকের পার্টির পাঁচজন প্রার্থী।
রোববার (১৭ ডিসেম্বর) সাড়ে১১টার দিকে জেলার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের কাছে তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
জাকেরপার্টির প্রত্যাহারকারীরা হলেন— যশোর-১ মো. সবুর খান, যশোর-২ মো. সাফারুজ্জামান, যশোর-৩ মো. মহিদুল ইসলাম, যশোর-৪ মো. লিটন মোল্লা ও যশোর-৬ সাইদুজ্জামান।
যশোরে ৬ আসন থাকলেও একটি মনোনয়নপত্র বাতিল হয়েছিল। আর বাকি ৫ আসন থেকেই তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেন। দলীয় চেয়ারম্যানের সিদ্ধান্তে প্রার্থীরা তা প্রত্যাহার করেন বলে জানা গেছে।
এর আগে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২১৮ আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করার কথা জানায় জাকের পার্টি। গতকাল শনিবার রাতে দলটির সদ্য সাবেক মহাসচিব এজাজ রসুল সারাবাংলাকে বলেছিলেন, ‘আসন ভাগাভাগির এ নির্বাচনে আমরা থাকতে চাই না। রোববার সকালে আমাদের মিটিং আছে। ওই মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’
রোববার সকালে দলটির সহ-সভাপতি সালামত হোসেন গণমাধ্যমকে বলেন, ‘আমরা সব আসন থেকে আমাদের প্রার্থী প্রত্যাহার করে নিচ্ছি। এটা দলীয় প্রধানের সিদ্ধান্ত।’
সারাবাংলা/টিএম/এনএস