Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজ প্রার্থিতা প্রত্যাহার, আগামীকাল প্রতীক বরাদ্দ ও প্রচার শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২৩ ১০:৫৭ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৩ ১১:৫৩

ঢাকা: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ প্রার্থিতা চূড়ান্ত হচ্ছে। এদিন প্রার্থীদের প্রর্তীতা প্রত্যাহারের শেষ দিন। অফিস চলাকালীন সময়ের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করে ইচ্ছুকরা প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। প্রত্যাহারের পর আগামীকাল প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হবে। সেই সঙ্গে শুরু হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অনুষ্ঠানিক প্রচার।

জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপিল কার্যক্রম শেষে বৈধ প্রার্থীর সংখ্যা দুই হাজার ২৭০ জন। তবে চূড়ান্তভাবে মোট কত প্রার্থী ভোটের মাঠে থাকছেন তা নির্ধারণ হবে আজ প্রার্থিতা প্রত্যাহারের পর। তবে ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছিল দুই হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছেন ৭৩১টি এবং রিটার্নিং কর্মকর্তাদের বাছাইয়ে বৈধ প্রার্থী ছিল এক হাজার ৯৮৫ জন।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, ৩৫টি আপিল দায়ের হয়েছিল রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে। আর বাতিলের বিরুদ্ধে আপিল হয়েছিল ৫২৫টি। মোট এই ৫৬০টি আপিল দায়ের হয়েছিল। আপিল শুনানীর ছয়দিনে (১০ থেকে ১৫ ডিসেম্বর) আপিল শুনানিতে বাতিল আপিলের বিরুদ্ধে ২৮৫টি আপিল আবেদন কমিশন মঞ্জুর করেছেন। অর্থাৎ ২৮৫ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। আর ৩৫টি গ্রহণ আপিল আবেদনের মধ্যে পাঁচজনের প্রার্থিতা বাতিল হয়েছে, দুটি আপিল আবেদন খারিজ করা হয়েছে, ২৮টি নামঞ্জুর করা হয়েছে। অর্থাৎ ইসিতে আপিল শুনানি শেষে মোট বৈধ প্রার্থী দাঁড়াল দুই হাজার ২৭০জন।

তবে এটিই চূড়ান্ত সংখ্যা নয়। ইতোমধ্যে হাইকোর্টে দুটি বেঞ্চ গঠন করা হয়েছে। সেখানে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে। এতে বৈধ প্রার্থীর সংখ্যা কমতে বা বাড়তে পারে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সে হিসেবে গত ৩০ নভেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ওইদিন পর্যন্ত দুই হাজার ৭১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। পরে চার ডিসেম্বর পর্যন্ত প্রার্থিতা যাচাই বাছাই শেষে এক হাজার ৯৮৫ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। অবৈধ ঘোষণা করা হয়েছে, ৭৩১ প্রার্থীর মনোনয়নপত্র। পরে ৫ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীদের আপিল শুরু হয়ে চলে ৯ ডিসেম্বর পর্যন্ত। এই সময়ে ৫৬১ জন প্রার্থী তাদের প্রার্থীতা বাতিলের বিরুদ্ধে আপিল করে। ১০ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত আপিল শুনানি চলে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

সারাবাংলা/জিএস/ইআ

টপ নিউজ প্রতীক বরাদ্দ প্রার্থীতা প্রত্যাহার

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর