Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন সিইসি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ ডিসেম্বর ২০২৩ ০৯:৪২ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৩ ১১:১৫

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। ফাইল ছবি

ঢাকা: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের সুপারিশ নিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। রোববার (১৭ ডিসেম্বর) সকাল ১১টায় সাক্ষাতের জন্য সিইসিকে সময় দিয়েছেন রাষ্ট্রপতি।

এ সময় ইসি সচিব মো. জাহাংগীর আলমও উপস্থিত থাকবেন। ইসি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, আগামী জাতয়ী সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করার জন্য রাষ্ট্রপতিকে অনুরোধ করবেন সিইসি। রাষ্ট্রপতি অনুমতি সাপেক্ষে আগামী ২৯ ডিসেম্বর থেকে সেনা মোতায়েন করা হবে।

বিজ্ঞাপন

এরইমধ্যে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার জানিয়েছেন, রাষ্ট্রপতি অনুমতি দিলে আগামী ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ১৩ দিনের জন্য তারা ভোটের দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সে হিসাবে গত ৩০ নভেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ওই দিন পর্যন্ত দুই হাজার ৭১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। পরে চার ডিসেম্বর পর্যন্ত প্রার্থিতা যাচাই বাছাই শেষে এক হাজার ৯৮৫ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। অবৈধ ঘোষণা করা হয়েছে ৭৩১ প্রার্থীর মনোনয়নপত্র।

পরে ৫ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীদের আপিল শুরু হয়ে চলে ৯ ডিসেম্বর পর্যন্ত। এই সময়ে ৫৬১ জন প্রার্থী তাদের প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল করে। ১০ ডিসেম্বর থেকে শুরু হয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত আপিল শুনানি চলে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/এনএস

নির্বাচন কমিশনা মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর