বৃষ্টির বাধায় ম্যাচ হবে ৩০ ওভারের
স্পোর্টস ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২৩ ০৯:১৬ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৩ ১১:১৯
১৭ ডিসেম্বর ২০২৩ ০৯:১৬ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৩ ১১:১৯
ডানেডিনে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের ২০ ওভার না পেরোতেই তিনবার বাগড়া দিয়েছে বৃষ্টি। তৃতীয়বার বৃষ্টির পর আবারও শুরু হয়েছে নিউজিল্যান্ডের ইনিংস। তবে বৃষ্টির কারণে ম্যাচ নেমে এসেছে ৩০ ওভারে।
বৃষ্টির আগে নিউজিল্যান্ড ১৯ ওভার ২ বলে করেছে ১০৮ রান, হারিয়েছে ২ উইকেট। অর্থাৎ আর ১০ ওভার ৪ বল খেলার সুযোগ পাচ্ছে কিউইরা। ৫১ রানে অপরাজিত আছেন ট্ম লাথাম, উইল ইয়ং করেছেন ৪১ রান। এর আগে টসে জিয়ে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। বৃষ্টির কারণে খেলা শুরু হতে বেশ দেরি হয়েছিল। খেলা শুরুর পর প্রথম ওভারে শরিফুলের দুই উইকেটে দারুণ সূচনা পায় বাংলাদেশ। এরপর লাথাম-ইয়ং জুটি নিউজিল্যান্ডকে পথ দেখিয়েছে।
সারাবাংলা/এফএম