Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিদেশিরা বুঝে গেছে বিএনপি শিকড়হীন পরগাছা’

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ ডিসেম্বর ২০২৩ ২২:৪০

চট্টগ্রাম ব্যুরো: বিএনপি যে শিকড়হীন পরগাছা সেটা বিদেশিরা বুঝে গেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

শনিবার (১৬ ডিসেম্বর) নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে নগর আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘বঙ্গবন্ধু যে লক্ষ্য নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছিলেন এবং সোনার বাংলা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, তা তিনি করে যেতে পারেননি। দেশ স্বাধীন হওয়ার পর মাত্র সাড়ে তিন বছরের মাথায় একাত্তরের পরাজিত শক্তি তাকে সপরিবারে খুন করে। এরপর বাংলাদেশ পাকিস্তানি ভাবধারায় নিমজ্জিত হয়।’

তিনি বলেন, ‘১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশকে পাকিস্তানি ভাবধারার কবল থেকে মুক্ত করে। ২০০১ সালে ‘সূক্ষ্ম কারচুপির’ মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসে খালেদা জিয়া যুদ্ধাপরাধী নিজামী ও মুজাহিদকে মন্ত্রী বানিয়ে তাদের গাড়িতে বাংলাদেশের পতাকা তুলে দেন। এটা জাতির জন্য লজ্জা।’

তিনি আরও বলেন, ‘বিএনপি জেনে গেছে নির্বাচন হবে এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসবেই। বিএনপি বিদেশি প্রভুর পা ধরে ক্ষমতায় আসতে চেয়েছিল। তাদের সে প্রভুরাও বুঝে গেছে বিএনপি শিকড়হীন পরগাছা।’

আগামী নির্বাচনে কেন্দ্রে ভোটর উপস্থিতি বাড়ানোর তাগিদ দিয়ে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী, তাদের আত্মীয় স্বজন এবং ঘনিষ্ঠজনরা ভোট কেন্দ্রে উপস্থিত হলে ৫০ শতাংশের বেশি ভোট গ্রহণ সম্পন্ন হবে। তাই কে নির্বাচনে এলো, আর কে না এলো- সেটা বড় কথা নয়। ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতির ঢল থাকলে প্রমাণ হবে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে। ইনশাল্লাহ এটাই হবেই।’

বিজ্ঞাপন

নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ ২৩ বছর আন্দোলন, লড়াই, সংগ্রাম করে মুক্তিযুদ্ধের বিজয়ের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের অভ্যূদয় ঘটে। বঙ্গবন্ধুর আখাঙ্ক্ষা ছিল দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি। সেই লক্ষ্যেই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এগিয়ে যাচ্ছেন। তার নেতৃত্বে বাংলাদেশ আজ গরিব থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে।’

নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

এর আগে সকালে নগরীর মিউনিসিপ্যাল মডেল হাই স্কুলে নির্মিত অস্থায়ী শহিদ মিনারে নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন দলের নেতাকর্মীরা।

সেক্টর কমান্ডারস ফোরামের পতাকা সমাবেশ

মহান বিজয় দিবসে নগরীর লালদীঘির ঐতিহাসিক ৬ দফা মঞ্চে পতাকা সমাবেশ করেছে চট্টগ্রাম জেলা ও মহানগর সেক্টর কমান্ডারস ফোরাম। পরে সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

সংগঠনের জেলা সভাপতি নুরুল আলম মন্টু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার, নগর সভাপতি সরফরাজ খান চৌধুরী, সেলিম চৌধুরী, ফোরকান উদ্দিন আহমেদ, আহসান উল্লাহ, আবদুল মালেক খান, জাহাঙ্গীর আলম,সেলিম রহমান, নাজিম উদ্দিন, কামাল হোসেন রিজভী ও নুরুল হুদা চৌধুরী।

বিজ্ঞাপন

সমাবেশে বীর মুক্তিযোদ্ধারা নতুন প্রজন্মের হাতে জাতীয় পতাকা হস্তান্তর ও মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর আদর্শিক অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত‍্যয়ে শপথ বাক্য পাঠ করান।

সারাবাংলা/আইসি/পিটিএম

পরগাছা বিএনপি শিকড়হীন