Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খেলতে গিয়ে মাথায় আঘাত লেগে স্কুলছাত্রের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ ডিসেম্বর ২০২৩ ২০:১৩ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৩ ২০:১৪

ঢাকা: রাজধানীর বাড্ডায় নিজ বাসার সামনে খেলতে গিয়ে মাথায় আঘাত লেগে সালমান খান (১৬) নামের এক স্কুলছাত্র মারা গেছে।

শনিবার (১৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে মধ্য বাড্ডা ময়নারবাগ এলাকায় খেলতে গিয়ে মাথায় আঘাত লেগে হঠাৎ অচেতন হয়ে পড়ে সালমান। পরে স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে সালমান খানের বড় ভাই মেহেদী হাসান শাকিল জানান, তাদের বাসা বাড্ডার ময়নারবাগ এলাকায়। ছোট ভাই সালমান বাড্ডা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে নবম শ্রেণিতে পড়তো। তিন ভাইয়ের মধ্যে সালমান সবার ছোট। বাবা মো. শাহআলম ব্যবসা করেন। তাদের গ্রামের বাড়ি ঢাকা জেলার নবাবগঞ্জে।

মেহেদী হাসান আরও জানান, ঘটনার সময় সালমান বাসার সামনে বন্ধুদের সঙ্গে খেলছিল। খেলার সময় সালমানের মাথায় আঘাত লাগলে অচেতন হয়ে পড়ে। এর পর তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়য়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বাড্ডা এলাকা থেকে এক স্কুল ছাত্রকে রক্তাক্ত অবস্থায় স্বজনরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ওই ছাত্রের মাথায় আঘাত রয়েছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

টপ নিউজ মৃত্যু স্কুলছাত্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর