Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সিট ভাগাভাগির নির্বাচনি নাটক দেখতে দেখতে মানুষ ক্লান্ত’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ ডিসেম্বর ২০২৩ ১৯:৪২

ঢাকা: সিট ভাগাভাগির নির্বাচনি নাটক দেখতে দেখতে মানুষ ক্লান্ত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (১৬ ডিসেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেছেন, “প্রকাশ্যে দর কষাকষি করে সিট ভাগাভাগির নির্বাচনি নাটক দেখতে দেখতে মানুষ ক্লান্ত হয়ে পড়েছে। একটাই দল আর এক নেত্রীর নেতৃত্বে ‘আমরা আমরাই’ নির্বাচন করার জন্য দেশটাকে মগের মুল্লুক বানিয়ে ফেলেছে তারা।”

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বিএনপিসহ বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের জেলে পুরে, বাড়ি-ঘর, দোকান-পাট, ব্যবসা-বাণিজ্য, আয়-উপার্জন বন্ধ করে দিয়ে, এলাকা ছাড়া-ফেরারি জীবনে নিক্ষেপ করে, জনগণকে জিম্মিদশায় রেখে ৭ জানুয়ারি রাষ্ট্রের প্রায় দুই হাজার কোটি টাকার শ্রাদ্ধানুষ্ঠানের পাঁয়তারা চলছে।’

রিজভী বলেন, ‘নির্বাচন নিয়ে জনগণের বিন্দুমাত্র আগ্রহ-উৎসাহ না থাকলেও গণভবন-আওয়ামী লীগের কার্যালয়ে ঢাক-ঢোল বাজানো হচ্ছে আর গলাবাজি করে ওবায়দুল কাদের ও হাসান মাহমুদরা গলা ফাটিয়ে ফেলছেন। আর জনপদগুলোতে নিজেরা নিজেরা মারামারি-খুনোখুনি, অস্ত্রের ঝনঝনানি, হুমকি, ধামকিতে বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি করেছে। মানুষ আর সহ্য করতে পারছে না।’

তিনি বলেন, ‘খুঁদকুঁড়ো পার্টি এবং বিভিন্ন দল থেকে অচ্ছুত লোকজন হায়ার করে নিয়ে কথিত নির্বাচনকে উত্তেজনা ও তথাকথিত প্রতিযোগিতাপূর্ণ করতে নিজেদের লোকদের জন্য অস্ত্র সংগ্রহ করে হাতে হাতে দিতে চান ওবায়দুল কাদেররা। কিন্তু তিনি আওয়ামী মাফিয়াদের এই সশস্ত্র পরিকল্পনা বাস্তবায়নের কথা না বলে উল্টো বিএনপির দিকে ঘুরিয়ে দিয়েছেন।’

বিজ্ঞাপন

রিজভী বলেন, ‘ইতোমধ্যে আওয়ামী লীগের একজন প্রার্থী প্রকাশ্য জনসভায় ভোটারদের আসতে নিষেধ করেছেন। গণভবন থেকে পাঠানো সংসদ সদস্যদের তালিকা নির্বাচন কর্মকর্তারা যাতে নির্বিঘ্নে পাঠ করতে পারেন, সেই আয়োজন চলছে।’

‘খবর পেয়েছি, বিএনপি নির্বাচনকে বানচাল করার জন্য অস্ত্রের মহড়া দিতে প্রস্তুতি নিচ্ছে। তারা অস্ত্র জোগাড় করছে। বিএনপির অস্ত্র সংগ্রহের খবর গোয়েন্দাদের কাছেও আছে’— আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে রিজভী বলেন, ‘কী হাস্যকর আজগুবি বয়ান! আসলে তারা দলদাস পুলিশকে দিয়ে পরিকল্পনা মতো বিএনপি নেতাকর্মীদের অস্ত্র মামলায় ফাঁসিয়ে নিজেদের তৈরি করা নাশকতার মাত্রা বাড়াতে চায়। জঙ্গি অভিযানে অস্ত্র উদ্ধার নাটক সাজিয়ে বিদেশিদের চোখে ধুলো দিতে চায়।’

তিনি বলেন, ‘দেশের মানুষ জানে ছাত্রলীগ-যুবলীগ, আওয়ামী লীগের নেতারা প্রতিটি এলাকায় অস্ত্রের ডিপো বানিয়েছে। তারা মানুষ খুন করছে। প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। লাশ ফেলছে। তুলে নিয়ে গিয়ে গুলি করছে। আন্দোলনকারীদের ওপর গুলি ছুঁড়ছে। গার্মেন্টস শ্রমিকদের রুটি-রুজির সংগ্রাম রুখতে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে হুমকি দিচ্ছে।’

রিজভী বলেন, ‘প্রায়ই পত্রিকার পাতায় আওয়ামী লীগের সশস্ত্র মহড়া-অস্ত্রবাজির সচিত্র খবর বেরুচ্ছে। নান্দাইলে প্রকাশ্যে অস্ত্র দেখিয়ে বিএনপির অবরোধ কর্মসূচি বানচাল করার দৃশ্য সংবাদপত্রে ছাপা হয়েছে। আর ওবায়দুল কাদের বলছেন, বিএনপি নাকি নির্বাচনকে বানচাল করার জন্য অস্ত্রের মহড়া দিতে প্রস্তুতি নিচ্ছে। এ যেন চোরের মায়ের বড় গলা।’

তিনি বলেন, ‘বিএনপিসহ সব বিরোধীদল আন্দোলন করছে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য। দেশকে বাকশাল থেকে গণতন্ত্রে ফেরানোর জন্য। আমাদের আন্দোলন সম্পূর্ন শান্তিপূর্ণ। বিএনপি সন্ত্রাস সহিংসতা নাশকতার বিরুদ্ধে। যুগ যুগ ধরে প্রমাণ হয়েছে সন্ত্রাস সহিংসতা নাশকতার একচেটিয়া কৃতিত্ব বা পেটেন্ট আওয়ামী লীগের। এই হাস্যকর ভুয়া নির্বাচন বানচাল করবে ভোটাররা। দেশে কোনো সচেতন মানুষ ভোট কেন্দ্রে যাবে না। ওদেরকেই ভোট কেন্দ্রে বসে বসে মাছি তাড়াতে হবে।

সারাবাংলা/এজেড/পিটিএম

টপ নিউজ বিএনপি রুহুল কবীর রিজভী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর