Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে সবাইকে সতর্ক থাকতে হবে’

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ ডিসেম্বর ২০২৩ ১৮:২২ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৩ ১৯:২৮

ঢাকা: স্বাধীনতার এত বছর পরেও দেশের বিরুদ্ধে, উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

শনিবার (১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশান-২ এ অবস্থিত নগরভবনের সম্মেলনকক্ষে ৫৩তম মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মেয়র এসব কথা বলেন।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে ডিএনসিসি মেয়র বলেন, ‘অনেক ত্যাগের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে। একাত্তরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে সমগ্র বাঙালি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। ৩০ লাখ শহিদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা। দেশটাকে ভালোবেসে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে।’

আলোচনা সভায় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়া জেনারেল এস এম শফিকুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহম্মদ আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলাম, ডিএনসিসির কাউন্সিলর এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শুরুর আগে মহান বিজয় দিবস উপলক্ষে কাউন্সিলর ও ডিএনসিসির কর্মকর্তাদের সঙ্গে নিয়ে মেয়র মো. আতিকুল ইসলাম নগর ভবনের মূল ফটকের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।

সারাবাংলা/আরএফ/এমও

ডিএনসিসি ঢাকা উত্তর সিটি করপোরেশন ষড়যন্ত্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর