Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুয়েতের আমির মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২৩ ১৬:৫২ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৩ ১৯:২৮

কুয়েতের আমির শেখ নওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

কুয়েতের আমিরি সভার মন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ আল সাবাহ এক ঘোষণায় মৃত্যুর খবর জানিয়েছেন। শনিবার (১৬ ডিসেম্বর) রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে প্রচারিত এক বিবৃতিতে তিনি বলেন, খুব দুঃখ ও বেদনার সঙ্গে আমরা–কুয়েতের জনগণ, আরব এবং ইসলামিক দেশগুলোর জনগণ এবং বিশ্বের বন্ধুত্বপূর্ণ জনগণরা– প্রয়াত মহামান্য আমির শেখ নওয়াফ আল আহমদ আল জাবের আল সাবাহর মৃত্যুতে শোক জানাচ্ছি। তিনি তার প্রভুর কাছে চলে গেছেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২০ সালে ৯১ বছর বয়সে তার সৎ বড় ভাই তৎকালীন আমির শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ যুক্তরাষ্ট্রে মারা যান। এর পর ওই বছরের সেপ্টম্বরে শেখ নওয়াফ শপথ গ্রহণ করেন। শেখ নওয়াফ ক্ষমতা গ্রহণের আগে কয়েক দশক ধরে কুয়েতের উচ্চ পদে ছিলেন।

শেখ নওয়াফের মৃত্যুতে কুয়েতের ডেপুটি শাসক এবং তার সৎ ভাই শেখ মেশাল আল আহমাদ আল জাবের পরবর্তী আমিরের দায়িত্ব নিতে পারেন বলে মনে করা হচ্ছে। শেখ মেশালের বয়স এখন ৮৩ বছর।

সারাবাংলা/আইই

কুয়েতের আমির

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর