Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে ৩ বাংলাদেশি আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ ডিসেম্বর ২০২৩ ১৬:৪৫ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৩ ১৯:২৮

ফাইল ছবি

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দৈখাওয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তিন বাংলাদেশি আহত হয়েছেন।

শনিবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার দৈখাওয়া বিওপি ক্যাম্প সংলগ্ন কাঁটাতারের বেড়ার ওপর দিয়ে গরু পারাপারের সময় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- হাতিবান্ধা উপজেলার দৈখাওয়া আজিম বাজার এলাকার হারুন মিয়ার ছেলে রনি মিয়া (২১), একই উপজেলার গেন্দিকুরি এলাকার বাসিন্দা শ্রী সুজন (২১) এবং গেন্দুকুরি বিলুপ্ত সিটমহল এলাকার আসির উদ্দিনের ছেলে হাকিম মিয়া (৩৫)।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) দৈখাওয়া বিওপি ক্যাম্পের ল্যান্স নায়েক মো. বশির উল্লাহ জানান, ওই দৈখাওয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৯০১ থেকে প্রায় ৩০০ মিটার ভারতের অভ্যন্তরে বান্নিগড়ায় ভোরে বাংলাদেশি কয়েকজন কাঁটাতারের বেড়ার ওপর দিয়ে গরু পারাপার করছিল। এ সময় ভারতীয় বড়মরিচা বিএসএফ ক্যাম্পের টহলদল তাদের লক্ষ্য কয়েক রাউন্ড ফায়ার করে। এতে বাংলাদেশি ওই তিন চোরাকারবারির দুইজনের পায়ে ও একজনের হাতে গুলিবিদ্ধ হয়। এ সময় অন্য সঙ্গীরা তাদের উদ্ধার করে পালিয়ে যায়। পায়ে গুলি লাগা আহত দুইজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপরজন অজ্ঞাত স্থানে চিকিৎসা নিচ্ছেন।

গোতামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোনাবেরুল হক মোনা বলেন, সীমান্তে গরু আনতে গিয়ে তিন যুবক গুলিবিদ্ধ হয়েছে বলে শুনেছি। তারা গোপনে রংপুরে চিকিৎসা নিচ্ছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ বলেন, সীমান্তে বিএসএফের গুলিতে তিন বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত হয়েছেন বলে শুনেছি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনইউ

আহত গুলি বাংলাদেশি বিএসএফ লালমনিরহাট সীমান্ত

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর