Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজয় উদযাপনে প্রস্তুত ঢাবি’র টিএসসি প্রাঙ্গণ

ঢাবি করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২৩ ২২:৪১

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি’তে প্রবেশ করতেই শোনা গেল—‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল, রক্ত লাল রক্ত লাল! কয়েক ঘণ্টা পরেই স্বাধীন বাংলাদেশ পা রাখবে ৫৩ বছরে। স্বাধীনতার আঁতুর ঘরখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে বিজয় উদযাপনের প্রস্তুতি। শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই নয়; সন্ধ্যার পর থেকে বিজয় উদযাপন করতে রাজধানীর বিভিন্ন স্থান থেকে আসছেন লোকজন।

শুক্রবার (১৫ ডিসেম্বর) রাত আটটার দিকে টিএসসিতে গিয়ে দেখা যায়, মূল ফটকের সামনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটি’র আয়োজনে চলছে ফায়ারওয়ার্ক। পাশেই পায়রা চত্বর লোকে লোকারণ্য।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটির আয়োজনে বিজয়ে উদযাপনে সামিল হবে ওয়ারফেজ, মেকানিক্স, গানপোকা, নিয়াভানিয়ার মতো জনপ্রিয় ব্যান্ড দলগুলো।

প্রতিবছরের মতো এবারও রাত ১২টা ১ মিনিটে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় রাজু ভাস্কর্যের পাদদেশে আতশবাজি ফুটিয়ে বিজয় দিবসের আনুষ্ঠানিকতায় অনন্য মাত্রা যোগ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন স্লোগান-৭১।

বিজয় উদযাপনে শামিল হওয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের শিক্ষার্থী আতিকুর রহমান রুহান বলেন, ‘বছরব্যাপী নানা অনুষ্ঠান হয় বিশ্ববিদ্যালয়ে। তবে বিজয় বরণের এই অনুষ্ঠানে আনন্দের মাত্রা থাকে ভিন্ন। আলো-উৎসব-গানে বিজয়কে বরণ করার মধ্যে অন্যরকম আনন্দ কাজ করে।’

বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আরমান বলেন, ‘আমি সন্ধ্যা থেকেই এখানে। ফায়ারওয়ার্ক করেছি। ওয়ারফেজের গান শুনবো। আজকে পুরো টিএসসিতেই উৎসব। এই একটা দিনে টিএসসির সব সংগঠন মিলে সম্মিলিতভাবে উদযাপন করে বিজয়।’

বিজ্ঞাপন

পুরান ঢাকা থেকে বিজয়ের পূর্বক্ষণের আয়োজন দেখতে টিএসসি এসেছেন রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইজুল ইসলাম স্মরণ। বছরের এই দিনে গত পাঁচবছর যাবৎ নিয়মিত আসেন স্মরণ। তার দাবি, ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়েই বিজয়ের উদযাপন সবচে জমজমাট!

সারাবাংলাকে স্মরণ বলেন, ‘আমি পাঁচবছর ধরেই আসি। আমার কিছু বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। আমার অন্যরকম ভালো লাগা কাজ করে। স্বাধীনতাটা আমাদের সবার। দেশের প্রেক্ষাপটে সবচেয়ে বড় অর্জন আমাদের স্বাধীনতা, আমাদের বিজয়। এই বিজয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আয়োজন, অসাধারণ! সম্ভবত এরচেয়ে জমজমাট আর কোথাও হয় না।’

সারাবাংলা/আরআইআর/এমও

টপ নিউজ টিএসসি প্রাঙ্গণ ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় উদযাপন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর