Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্ধ হলো কিশোরীর বিয়ে, প্রবাসী বরকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ ডিসেম্বর ২০২৩ ২২:১৫

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বোয়ালখালীতে অভিযান চালিয়ে এসএসসি পাশ করা এক কিশোরীর বাল্যবিয়ে বন্ধ করেছেন ম্যাজিস্ট্রেট।

শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার কানুনগোপাড়ার একটি কমিউনিটি সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ফাতেমা চৌধুরী।

নুসরাত ফাতেমা চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘১৬ বছর বয়সী এক কিশোরীকে বিয়ে দেওয়া হচ্ছে এমন খবর পেয়ে আমরা ওই কমিউনিটি সেন্টারে অভিযান চালাই। পরে ওই বাল্য বিয়ে বন্ধ করে দেওয়া হয়। বাল্য বিয়ের আয়োজন করায় বাল্য বিবাহ নিরোধ আইন-২০১৭ মোতাবেক বরকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘বাল্য বিয়ের কুফল সম্পর্কে অভিভাবকদের বুঝিয়ে ১৮ বছরের পূর্বে মেয়েকে বিয়ে দেবেন না মর্মে মুচলেকা নেওয়া হয়েছে। কনের বয়স জন্ম নিবন্ধন অনুযায়ী ১৬ বছর। সে এবছর এসএসসি পাস করেছে। বর প্রবাসী।’

সারাবাংলা/আইসি/এমও

কমিউনিটি সেন্টার কিশোরীর বিয়ে প্রবাসী বর