Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুবাই ফেরত যাত্রীর কাছে কোটি টাকার সোনা

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ ডিসেম্বর ২০২৩ ২৩:০৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে কোটি টাকার সোনা জব্দ করেছে শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিমানের একটি ফ্লাইটে দুবাই থেকে আসা ওই যাত্রীর কাছ থেকে এসব সোনা জব্দ করা হয়। ওই যাত্রীর নাম শহিদুল ইসলাম। তার বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের একজন কর্মকর্তা সারাবাংলাকে জানান, দুবাই ফেরত এক যাত্রীর কাছ থেকে সাতটি সোনার বার (প্রতিটি ১১৬ গ্রাম) ও ১০০ গ্রাম ওজনেসর একটি স্বর্ণালংকার জব্দ করা হয়। জব্দ করা সোনার আনুমানিক মূল্য এক কোটি টাকা। এ ঘটনায় এক যাত্রীকে আটক করা হয়েছে। ওই যাত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/আইসি/পিটিএম

কোটি টাকার সোনা দুবাই ফেরত যাত্রী