Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০ কেজি হেরোইনসহ বাবা-ছেলে গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ ডিসেম্বর ২০২৩ ২১:৪৭ | আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৩ ১১:০৫

রাজশাহী: ভারত থেকে নিয়ে আসা ১০ কেজি হেরোইনসহ বাবা-ছেলেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। জব্দকৃত হেরোইনের দাম প্রায় ১০ কোটি টাকা।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ভোরে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন থেকে মাদকের বড় চালান জব্দ করা হয়। এদিন দুপুরে রাজশাহী র‌্যাব-৫ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানায় র‌্যাব।

গ্রেফতারকৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জাইরা মোরল গ্রামের শরিফুল ইসলাম ধুলু মিয়া ও তার ছেলে মোমিনুল ইসলাম।

র‌্যাব-৫ এর সিইও লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, বৃহস্পতিবার ভোরে হেরোইনের একটি বড় চালান রুস্তম আলী নামের এক ব্যক্তির মাধ্যমে ধুলু মিয়ার কাছে এসে পৌছাঁয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ধুলু মিয়া বাড়ি থেকে পালিয়ে যায়। পরে তার ছেলে মমিনুলকে হেরোইনের চালান সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায় বাড়ির পেছনে বাঁশবাগানের মাটির গর্তে পুঁতে রাখা প্লাস্টিকের ড্রামে হেরোইন লুকানো আছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সেখান থেকে হেরোইনগুলো জব্দ করে র‌্যাব এবং বাড়ির পাশের নদীর পাড় থেকে ধুলু মিয়াকে গ্রেফতার করে র‌্যাব। বাবা-ছেলে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য, ২০২৩ সালে মোট ৮৩ কেজি হেরোইন জব্দ করা হয়। তার মধ্যে এই চালান সবচেয়ে বড়।

সারাবাংলা/পিটিএম

গ্রেফতার বাবা-ছেলে রাজশাহী হেরোইন

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর