Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবি ছাত্র ইউনিয়ন নেতারা ‘ছাত্রলীগের’ মারধরের শিকার

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ ডিসেম্বর ২০২৩ ১৭:৫৬ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৩ ১৯:৫৮

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রলীগের মারধরে ছাত্র ইউনিয়নের ঢাবি সভাপতি ও সম্পাদকসহ চার জন আহত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বেলা ১টা থেকে দেড়টার মধ্যে এ ঘটনা ঘটে।

আহতরা ছাত্র নেতারা হলেন- ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু (২৭), সাধারণ সম্পাদক মাঈন আহমেদ (২৫), ঢাকা মহানগর সহ-সাধারাণ সম্পাদক তাজমির তাজওয়ার শুভ্র (২৬) ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সদস্য শাহরিয়ার শিহাব (২৩)।

আহত ছাত্রনেতা ও সংগঠনের নেতাকর্মীরা জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় টিএসসি এলাকায় গণতান্ত্রিক ছাত্র জোটের মশাল মিছিলে হামলার চালায় ঢাবি ছাত্রলীগ। সেদিনের ঘটনায় বেশ কয়েকজন আহত হন। আজ তাদের নেতাকর্মীরা টিএসসিসিতে ছিল। সেখান থেকে যে যার মত রিকশাযোগে চলে যাওয়ার সময় মেঘমল্লার বসু ও শুভ্রকে শাহবাগ এলাকায় পথরোধ করে ঢাবি ছাত্রলীগের কয়েকজন। পরে তাদের দু’জনকে ব্যাপক মারধর করা হয়। এদিকে মাঈন আহমেদকে টিএসসি এলাকায় আর শিহাবকে ভিসি চত্ত্বর এলাকাতে একই কায়দায় মারধর করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

আহত মাঈন আহমেদ বলেন, ‘হামলার সময় সুজন নামে একজনকে চিনতে পেরেছি। সে সৈকতের সমর্থক। বাকিদের চিনতে পারি নাই।’ আহত অবস্থায় তারা প্রথমে পিজি হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন। এরপর সেখান থেকে ঢাকা মেডিকেলে যান বলে জানান।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মেঘমল্লারের বাম চোখে আঘাত রয়েছে। তাকে চক্ষু বিভাগে পাঠানো হয়েছে। এছাড়া সবার শরীরেই জখম রয়েছে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/পিটিএম

ছাত্র ইউনিয়ন ছাত্রলীগ টপ নিউজ মারধর

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর