Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর সঙ্গে এফবিসিসিআইয়ের নতুন কমিটির সৌজন্য সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৩ ২১:৫৭ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৩ ২২:৩০

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে এফবিসিসিআইয়ের কমিটি। ছবি: এফবিসিসিআই

ঢাকা: ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ২০২৩-২০২৫ মেয়াদের নবনির্বাচিত পরিচালনা পর্ষদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।

এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমের নেতৃত্বে বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে গত ১৫ বছরে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল পণ্যের বাজার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশ, যা এখন সারাবিশ্বে স্বীকৃত। দেশে প্রায় সাড়ে পাঁচ কোটি তরুণ, যাদের বেশির ভাগই শিক্ষিত ও নিজ নিজ ক্ষেত্রে দক্ষ হয়ে উঠছে। জনশক্তি রফতানিতে বাংলাদেশ বিশ্বের অন্যতম প্রধান দেশ। আবার অনলাইন আউটসোর্সিংয়ে বাংলাদেশ বর্তমানে বিশ্বের দ্বিতীয় অবস্থানে রয়েছে।

এফবিসিসিআই সভাপতি জানান, প্রধানমন্ত্রীর সাহসিকতায় বাংলাদেশ বিভিন্ন মেগা প্রকল্প কবাস্তবায়ন করেছে। এসব সাহসী উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ বিশ্ব দরবারে নিজের সক্ষমতাকে তুলে ধরতে সক্ষম হয়েছে। বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্ত মোকাবিলা করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের মতো সাহসী কার্যক্রম বাস্তবায়ন এ দেশের জনজীবন ও অর্থনৈতিক কর্মকাণ্ডের গতিশীলতাকে কয়েক ধাপ এগিয়ে নিয়েছে।

মাহবুবুল আলম আরও বলেন, কোভিড সংকট পরবর্তী পরিস্থিতি, বর্তমান বিশ্বের ভূরাজনৈতিক প্রেক্ষাপট, রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্যে সংঘটিত যুদ্ধের ফলে সৃষ্ট অর্থনৈতিক সংকটের ফলে বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক কার্যক্রমে কিছুটা নেতিবাচক প্রভাব পড়ছে। এতে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা। এ পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত প্রচেষ্টায় আমাদের বেশ কিছু উদ্যোগ নেওয়া জরুরি হয়ে পড়েছে।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। ছবি: এফবিসিসিআই

ডলার সংকট নিরসন প্রসঙ্গে এফবিসিসিআই সভাপতি বলেন, অবকাঠামো উন্নয়ন ও শিল্পের উৎপাদন বৃদ্ধির সঙ্গে সঙ্গে পণ্য উৎপাদনের কাঁচামাল ও ক্যাপিটাল মেশিনারি আমদানি বেড়ে যাচ্ছে। এ ক্ষেত্রে ডলার সংকট মোকাবিলায় আমদানি নিয়ন্ত্রণ করা হলেও দেশীয় ও রফতানি শিল্পের উৎপাদন সম্পর্কিত এলসি খোলা যেন স্বাভাবিক থাকে, সেদিকে নজর দেওয়া জরুরি। তবে বর্তমান ডলার সংকট মোকাবিলায় বিলাসী বা অপ্রয়োজনীয় পণ্য আমদানি কঠোরভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে। বিদ্যমান উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রানীতি ও রাজস্ব নীতির মধ্যে সমন্বয় করার পরামর্শও দেন তিনি।

চলমান পরিস্থিতিতে অর্থনৈতিক কার্যক্রম ব্যাহত হওয়ায় সময়মতো ঋণ পরিশোধ করা কঠিন হয়ে যাচ্ছে উল্লেখ করেন এফবিসিসিআই সভাপতি। এরকম কঠিন পরিস্থিতিতে ঋণ পরিশোধে ব্যর্থতার কারণে ব্যবসায়ীরা যেন ঋণ খেলাপি না হন, সে বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

গ্যাসের দাম বাড়ানো হলেও নিরবচ্ছিন্ন সরবরাহ না থাকার কারণে উৎপাদন ব্যাহত হওয়ার কথা উল্লেখ করেন এফবিসিসিআই সভাপতি। বলেন, এ কারণে ব্যবসা পরিচালনার খরচ বেড়ে যাচ্ছে। রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ রাখতে উৎপাদন ও চাহিদার পূর্বাভাস অনুযায়ী পণ্য যথাযথভাবে আমদানির পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেন তিনি। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সহযোগিতা ছাড়া বড় শিল্প গ্রুপ টেকসই হয় না উল্লেখ করে তিনি ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের দিকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন

মাহবুবুল আলম বলেন, বাজেটের টার্গেট অনুযায়ী রাজস্ব আয়, করনীতি, কর পদ্ধতির ব্যবস্থাপনা আধুনিকীকরণের মাধ্যমে একই ব্যক্তির ওপর আয়করের বোঝা না বাড়িয়ে কর নেট বা কর জাল সম্প্রসারণ করা জরুরি। ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ তথা স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট ও স্মার্ট সোসাইটি নির্মাণে আমরা ব্যবসায়ীরা সরকারের সঙ্গে একাত্ম হয়ে কাজ করছে। এর জন্য শিল্প কলকারখানা ও ব্যবসা-বাণিজ্য, স্বাস্থ্য, শিক্ষা, বাণিজ্য, কৃষিসহ সব ক্ষেত্রে চতুর্থ শিল্প বিপ্লবের প্রয়োগ পদ্ধতি নিয়ে গবেষণার ওপর জোর দেওয়া জরুরি বলে মন্তব্য করেন তিনি।

সাক্ষাতে ব্যবসায়ীদের কথা মনোযোগ দিয়ে শোনেন প্রধানমন্ত্রী। দায়িত্ব নেওয়ার পর থেকে বর্তমান সরকার দেশের ব্যবসার উন্নয়নে কাজ করছে বলেও জানান তিনি। ব্যবসায়ীরা যেন ভালোভাবে ব্যবসা করতে পারেন, এ জন্য সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি রফতানি বহুমুখীকরণ, রফতানি প্রণোদনা, কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ, এলডিসি চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া, এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি মো. আমিন হেলালী, সহসভাপতি খায়রুল হুদা চপল, মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার, মো. মুনির হোসেন, শমী কায়সার ও রাশেদুল হোসেন চৌধুরী রনিসহ এফবিসিসিআইয়ের পরিচালকরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইএইচটি/টিআর

এফবিসিসিআই এফবিসিসিআই সভাপতি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মাহবুবুল আলম শেখ হাসিনা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর