Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় বাবা নিহত, আহত মা-মেয়ে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৩ ২২:১৫

মুন্সিগঞ্জ: জেলার শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার মেয়ে ও স্ত্রী।

বুধবার (১৩ ডিসেম্বর) রাত পৌনে ৭ টার দিকে ষোলঘর বাসস্ট্যান্ডের কাছে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতের নাম সুখানুর রহমান (৩৫)। আর আহত হয়ে তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস (২৮) ও মেয়ে রাইসা (৪)।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহফুজ রিবেন এ খবর নিশ্চিত করেন। তিনি জানান, দুর্ঘটনার পর তিন জনকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুখানুরকে মৃত ঘোষণা করেন।

সারাবাংলা/পিটিএম

নিহত বাবা মা-মেয়ে আহত