Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শান্তিপূর্ণ সভা-সমাবেশে কোনো বাধা নেই’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৩ ২০:৩৪ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৩ ২১:২৬

ঢাকা: নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, কেউ যদি শান্তিপূর্ণ সভা-সমাবেশ করতে চায়- এ বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। সরকার যেখানে অনুমতি দেবে সেখানে সভা-সমাবেশ করবে। আমাদের বক্তব্য হলো- নির্বাচনে বাধা কিংবা প্রতিহতসংক্রান্ত কোনো সভা-সমাবেশ করা যাবে না।

বুধবার (১৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন (ইসি) ভবনে এক প্রশ্নের জবাবে ইসি কমিশনার মো. আলমগীর এসব কথা বলেন। তিনি বলেন, ‘তবে কেউ যদি শান্তিপূর্ণ সমাবেশ বা বক্তব্য দেয় তাহলে তাদের সে অধিকার আছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে তারা করতে পারবে।’

বিজ্ঞাপন

বিভিন্ন দলের রাজনৈতিক সমাবেশ প্রসঙ্গে ইসি আলমগীর বলেন, ‘আমাদের আইনে আছে, নির্বাচনবিরোধী কোনো কাজ করা যাবে না। কেউ যদি ভোটে বাধা দেয়, হুমকি দেয়, ভয় দেখায় তাহলে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী ব্যবস্থা নেবে। আমি আবারও বলছি, একই কথা কেউ যদি শান্তি-সমাবেশ করে তবে রাষ্ট্রের প্রচলিত নিয়মে করতে পারবে। শান্তিপূর্ণ সমাবেশ-কর্মসূচি রাজনৈতিক দল অবশ্যই করতে পারবে, বাধা নেই।’

ইসি কমিশনার আরও বলেন, ‘নির্বাচনি একটা আচরণবিধি আছে, আইন আছে। সেটা হলো, নির্বাচনি কাজে কেউ যদি বাধা দেয় তাহলে আমাদের আইন অনুযায়ী অপরাধ। সেই পরিপ্রেক্ষিতেই আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছি, যাতে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ থাকে, শান্তিপূর্ণ পরিবেশ থাকে। কেউ যদি ভোটবিরোধী কোনো শোডাউন বা কর্মসূচি দিয়ে থাকে তবে এটা করা যাবে না।’

সভা-সমাবেশ করতে না দিলে বিএনপির মতো কয়েকটি রাজনৈতিক দলের অধিকার ক্ষুন্ন হবে কি না? এমন প্রশ্নের জবাবে ইসি বলেন, ‘শুধু বিএনপি নয়, যেকোনো রাজনৈতিক দল যদি বলে তারা ভোটে অংশ নেবে না, অথবা ভোটারদের বলতে পারে আপনারা ভোট দিতে আইসেন না- সে ব্যপারে আমাদের কোনো কথা নেই। তবে যদি কেউ কোন সন্ত্রাসীমূলক কাজ করে, জ্বালাও-পোড়াও করে, রেললাইন কাটার মতো কাজ করে- তবে এটা করতে দেওয়া যাবে না।’

বিজ্ঞাপন

সমাবেশ প্রসঙ্গে নির্বাচন কমিশননার বলেন, ‘সমাবেশ করার অনুমতি দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এটা তো আমাদের বিষয় না। আমাদের বিষয় হলো নির্বাচনে বাধা সৃষ্টি করে এরকম কোনো কাজ করা যাবে না। আপনি যদি বলেন, ভোট দিতে যাবেন না, আপনার খবর আছে- এরকম কাজ করা যাবে না।’

সারাবাংলা/জিএস/পিটিএম

বাধা নেই শান্তিপূর্ণ সভা-সমাবেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর