Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিশ্ব মোড়লদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নির্বাচনে বাংলাদেশ’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৩ ২০:১৩

ঢাকা: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, এই জনসভা জাতীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাঙালি জাতি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। বিএনপি-জামায়াত বিশ্ব মোড়লদের আমাদের বিরুদ্ধে দাঁড় করিয়েছে। অথচ আমাদের নেত্রী বিশ্ব মোড়লদের রক্ষচক্ষুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছেন।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে সিলেট নগরীর একটি কনভেনশন সেন্টারে আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

নানক বলেন, ‘প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ২০ ডিসেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পূণ্যভূমি সিলেট থেকে নির্বাচনি কার্যক্রম শুরু করবেন।’

তিনি আরও বলেন, ‘বিএনপি-জামায়াত বিশ্ব মোড়লদের কাছে ধর্ণা দিয়ে কিছু করতে না পেরে হরতাল-অবরোধের নামে গাড়ি পুড়িয়ে মানুষ হত্যা করছে। এসব মানুষ পুড়িয়ে হত্যার ঘটনায় বিশ্ব মোড়লরা কথা বলে না। ওইসব বিশ্ব মোড়লরা একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী, এতে কোনো বেঘাত হবে না। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট আনতে হবে, কেন্দ্রে কেন্দ্র কমিটি করতে হবে। কমিটির সবাইকে ভোটারদের হাতে-পায়ে ধরে ভোট দিতে নিয়ে আসতে হবে। বিশ্ব মোড়লদের দিখেয়ে দিতে হবে শেখ হাসিনার দ্বারাই সুষ্ঠু নির্বাচন সম্ভব।’

জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘জনসভা সফল করতে প্রত্যেক প্রার্থীকে কমপক্ষে ১০ হাজার লোক নিয়ে জনসভায় আসতে হবে। এছাড়া মেয়র, কাউন্সিলর, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়রদের বিপুল সংখক মানুষ নিয়ে আসতে হবে।’

বিজ্ঞাপন

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খানের পরিচালানায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নন, সাবেকমন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, কেন্দ্রীয় সদস্য মুশফিক হোসেন চৌধুরী, আজিজুস সামাদ ডন, সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্প্দক অধ্যাপক জাকির হোসেনসহ সিলেটে বিভাগের ১৯টি আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার মার্কার প্রার্থীসহ অন্যান্যরা।

সারাবাংলা/এনআর/পিটিএম

টপ নিউজ নির্বাচন বিশ্ব মোড়ল বৃদ্ধাঙ্গুলি