Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪ দিনের আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন ২১৬ জন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৩ ১৯:০০ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৩ ২০:২৮

ঢাকা: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলে শুনানিতে চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৪৮ জন। এ নিয়ে গত চার দিনে মোট ৪০০ প্রার্থীর মধ্যে প্রার্থিতা ফিরে পেলেন ২১৬ জন।

আপিল শুনানির চতুর্থ দিন বুধবার (১৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের আইন শাখা সূত্রে এই তথ্য জানা যায়।

ইসির আইন শাখার কর্মকর্তারা জানান, চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৪৮ জন। বাতিল হয়েছে ৫০ জনের। সিদ্ধান্ত হয়নি দুই জনের। প্রথম দিনে ৫৬ জন প্রার্থিতা ফিরে পায়, ৩২ জনের নামঞ্জুর ও ছয়টির সিদ্ধান্ত হয়নি। দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পান ৫১ জন। নামঞ্জুর হয় ৪১ জনের। তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পায় ৬১ জন। বাতিল হয়েছে ৩৫ জনের। সিদ্ধান্ত হয়নি চার জনের।

উল্লেখ্য, ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর। ১ ডিসেম্বর থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়ে শেষ হয় ৪ ডিসেম্বর সন্ধ্যায়। বাছাইয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য ১ হাজার ৯৮৫ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করে ইসি। মনোনয়ন বাতিল করা ৭৩১ প্রার্থীর। পরে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৬১টি আপিল আবেদন জমা পড়ে। ১৫ ডিসেম্বর পর্যন্ত এই আবেদনগুলো নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন।

সারাবাংলা/জিএস/পিটিএম

আপিল শুনানি প্রার্থিতা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর