Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির মিছিল থেকে ককটেল নিক্ষেপ, ৩ পুলিশ আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৩ ১৮:০৭

বগুড়া: জেলার গাবতলি উপজেলায় অবরোধের সমর্থনে বিএনপির মিছিল থেকে পুলিশের ওপর ককটেল হামলা হয়েছে। এ ঘটনায় এক এসআই’সহ ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা সদরের হাসপাতাল মোড় থেকে বিএনপি মিছিলটি শুরু হয়ে তিনমাথা এলাকায় পৌঁছালে এ ঘটনা ঘটে। আহতরা হলেন— এসআই আব্দুল কুদ্দুস, এএসআই এনামুল হক ও জয়দেব কুমার সাহা।

পুলিশ জানায়, বুধবার দুপুরে উপজেলা সদরের হাসপাতাল মোড় থেকে বিএনপি অবরোধের সর্মথনে একটি মিছিল বের করে। মিছিলটি স্থানীয় তিনমাথা এলাকা অতিক্রম করার সময় হঠাৎ করে বিনা উস্কানীতে দায়িত্বরত একটি পুলিশ টিমের ওপর ককটেল হামলা চালায়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। গাবতলি থেকে চিকিৎসা শেষে তাদের বগুড়া মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে বগুড়ার পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্ত্তী জানান, হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এএইচএম/এনএস

গাবতলি উপজেলা বগুড়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর