Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হানিফ বাসের ধাক্কায় শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৩ ১৭:৩৮

ঠাকুরগাঁও: জেলার সদর উপজেলায় রাস্তা পারাপার হতে গিয়ে হানিফ কোচের বাসের ধাক্কায় নিহত হয়েছেন সুরাইয়া আক্তার (৮) নামে এক শিশু।

বুধবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় সদর উপজেলার তেঁতুলতলা চব্বিশ টিউবওয়েল নামক স্থানে ঠাকুরগাঁও থেকে দিনাজপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত সুরাইয়া আক্তার গাইবান্ধার সদর উপজেলার নলডাঙ্গী নামাপাড়া গ্রামের মৃত সাইফুল ইসলামের মেয়ে। তার মা হাসনা বেগম দ্বিতীয় বিয়ে করে স্বামী-স্ত্রী দু’জনেই চাকরির সুবাদে ঢাকায় থাকেন। ছোটবেলা থেকেই শিশুটি ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে তার নানা-নানীর সঙ্গে বড় হচ্ছিল।

জানা যায়, শিশুটি মাদরাসা যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে রওনা হলে রাস্তা পারাপারের সময় সামনে থেকে হানিফ কোচটি তাকে ধাক্কা দেয়। এতে তার মাথা দ্বি-খণ্ডিত হয়ে যায়। ঘটনাস্থলে স্থানীয় লোকজন এসে লাশটি উদ্ধার করে।

পরবর্তীতে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে এসে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।

সারাবাংলা/ইআইবি/এনএস

ঠাকুরগাঁও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর