Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমরা ক্ষমতায় যাব আর আ.লীগ বিরোধীদল হবে: চুন্নু

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৩ ১৭:৩০ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৩ ১৯:১৮

ঢাকা: জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, আমরা ওনাদের (আওয়ামী লীগ) সঙ্গে সরাসরি ভোটযুদ্ধে লিপ্ত হয়েছি। আমরা ক্ষমতায় যাব আর আওয়ামী লীগ বিরোধীদল হবে। এই স্বপ্নে আমরা বিভোর।

বুধবার (১৩ ডিসেম্বর) বনানী জাপা কার্যালয়ে গনমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

চুন্নু বলেন, নির্বাচনে গেলে ভালো করব এই আত্মবিশ্বাস আমাদের আছে। আমরা জোটে বা মহাজোটে নেই। মহাজোটে যাওয়ার সুযোগও নেই। কারণ জোটে যেতে হলে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন কমিশনকে জানাতে হয়।

তিনি বলেন, আমরা প্রধানমন্ত্রী এবং ওবায়দুল কাদেরকে বিশ্বাস করি। তাদের ব্যবহারে মুগ্ধ। আমরা নির্বাচন করতে এসেছি, নির্বাচন বর্জন করতে আসিনি। আমরা ক্ষমতায় যাব এই স্বপ্নে আমরা বিভোর। জাতীয় পার্টি ক্ষমতায় যাবে আর আওয়ামী লীগ বিরোধী দল হবে।

চুন্নু বলেন, নির্বাচন কমিশনে তারা যেন হস্তক্ষেপ না করে। নির্বাচনী পরিবেশ নিয়ে কথা হয়েছে। আসন ভাগাভাগি নিয়ে কথা হয়েছে।

তিনি আরও বলেন, জাতীয় পার্টির মধ্যে কোন বিভক্তি নেই। বেগম রওশন এরশাদ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা। তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতেই পারেন। তবে তিনি দলের প্রধান পৃষ্ঠপোষক। উনি ( বোগম রওশন এরশাদ) জাতীয় পার্টির কেউ নন।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে চুন্নু বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জাতীয় পার্টি ১৫১টি আসনে জয় লাভ করবে।

সারাবাংলা/এএইচএইচ/এনইউ

চুন্নু জাতীয় পার্টি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর