Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির মিছিল থেকে পুলিশের ওপর হামলা: ওসিসহ আহত ৪

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৩ ১৬:৫৪

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের আনোয়ারায় মিছিল থেকে পুলিশের ওপর হামলা চালিয়েছে বিএনপির নেতাকর্মীরা। এ সময় আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) চার পুলিশ সদস্য আহত হয়েছেন।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার চাতরী চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে।

আনোয়ারা থানার পরিদর্শক (তদন্ত) মো. মহিউদ্দিন সারাবাংলাকে বলেন, ‘আমরা আমাদের ডিউটি করছিলাম। চাতরী চৌমুহনীর শশী ক্লাবের সামনে দুপুর একটার দিকে অবরোধের সমর্থনের বিএনপির নেতাকর্মীরা সড়কে গাড়ি ভাঙচুর করে। পুলিশ তাদের বাধা দিতে গেলে তারা মিছিল করে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়।’

তিনি আরও বলেন, ‘পাশের একটি ভবনে কনস্ট্রাকশনের কাজ চলছিল। সেখান থেকে ইটপাটকেল নিয়ে ছুঁড়তে থাকে তারা। এতে আমাদের সোহেল স্যারসহ (ওসি) চারজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আমিও আহত হয়েছি।’

‘ওসি স্যার ডান চোখে গুরুতর আঘাত পেয়েছেন। আমাদের গাড়িও ভাংচুর করেছে তারা। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।’

সারাবাংলা/আইসি/ইআ

টপ নিউজ পুলিশের ওপর হামলা বিএনপির মিছিল

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর