Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জাতীয় পার্টিকে নিয়ে অস্বস্তির কারণ নেই, অপেক্ষা করুন’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৩ ১৫:০৭ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৩ ১৫:৪১

ফাইল ছবি

ঢাকা: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘জাতীয় পার্টি তো আমাদের বলেছে তারা নির্বাচন করতে চায়, জোটে থাকতে চায়। তারা তো বলেনি যে, তারা নির্বাচন থেকে সরে যাবে। শঙ্কা-আশঙ্কা থাকতে পারে, তবে এটা ১৭-১৮ তারিখের মধ্যে সব পরিস্কার হয়ে যাবে। অস্বস্তির কোনো কারণ নাই, এই পর্যন্ত অপেক্ষা করুন।’

বুধবার (১৩ ডিসেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নিয়মিত এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ রাখিনি। স্বতন্ত্র প্রার্থীরা আছে। আওয়ামী লীগের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও আছে, অন্যান্য দলও আছে। এবারের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কারও নির্বাচিত হওয়ার কোনো সুযোগ নেই। প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় চারজন প্রতিদ্বন্দ্বী আছে। আমি আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি, আমার এলাকায়ও ৪ জন প্রতিদ্বন্দ্বী রয়েছে।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘এটা আমি সবাইকে স্পষ্ট বলেছি, অ্যালায়েন্সে যারা পার্টনার হতে আলোচনা করেছেন, তাদেরও আমরা জানিয়েছি। স্বতন্ত্র প্রার্থীদের আমরা উঠাতে পারবো না। এখন নির্বাচন কমিশনের যে আচরণবিধি, তাতে কোনো স্বতন্ত্র প্রার্থীকে আমরা জোর জবরদস্তি করে ওঠাতে পারবো না। এখানে আপস করার সুযোগ নেই।’

গাজীপুরে ট্রেন দুর্ঘটনার জন্য বিএনপিকে দায়ী করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আগুন সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে বিএনপি কোন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়? এটা নির্বাচনবিরোধী ষড়যন্ত্র। এ নাশকতার মাধমে ৭ জানুয়ারির নির্বাচন বন্ধ করার ষড়যন্ত্র করা হচ্ছে। নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমাদের মাথায় নির্বাচন ছাড়া অন্যকিছু নেই। দেশের জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচনবিরোধী তৎপরতার জবাব দেওয়া হবে।’

বিজ্ঞাপন

নাশকতার মাধ্যমে বিএনপি গভীর ষড়যন্ত্র করে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

এসময় দলের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, উপ-দফতর সম্পাদক সায়েম খানসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনআর/এমও

আওয়ামী লীগ জাতীয় পার্টি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর