Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় পার্টি আগের মতো সহযোগীর কাজ করবে: তথ্যমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৩ ১৪:৪৮ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৩ ১৪:৪৯

ড. হাছান মাহমুদ, ছবি: সারাবাংলা

ঢাকা: বর্তমান পরিস্থিতিতে জাতীয় পার্টি আগের মতো সহযোগী হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে নাকি সরে যাবে— এমন আলোচনা এখন রাজনৈতিক অঙ্গনে। বিষয়টি নিয়ে গত সোমবার (১১ ডিসেম্বর) মন্ত্রিসভা বৈঠকেও আলোচনা হয়েছে। সেখানেও কেউ কেউ দলটি সরে দাঁড়াবে বলেও শঙ্কা প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

এ পরিস্থিতিতে বুধবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘জাতীয় পার্টি মহাসচিব এরই মধ্যে স্পষ্ট করছেন তারা নির্বাচন করার জন্য নমিনেশন সাবমিট করেছেন। তারা নির্বাচন করবেন। আমিও বিশ্বাস করি তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ভাল ফল করবে।’

ড. হাছান মাহমুদ আরও বলেন, ‘জাতীয় পার্টি আমাদের দীর্ঘ দিনের সহযোগী। গণতন্ত্রকে রক্ষা করার জন্য সাংবিধানিক রক্ষার জন্য জাতীয় পার্টি আমাদের সহযোগী হিসেবে কাজ করেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আজকের পরিস্থিতিতে জাতীয় পার্টি আগের মতো আমাদের সহযোগী হিসেবে কাজ করবে।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো নির্বাচন কমিশনের চিঠিতে বলা হয়েছে, নির্বাচনী প্রচারণায় নির্বাচন সংক্রান্ত সভা সমাবেশ ছাড়া অন্য কোনো সমাবেশ করা যাবে না— এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচন কমিশন নানা নির্দেশনা দিচ্ছে। এটা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে ব্যাখ্যা করবে। নির্বাচনকালীন সময়ে ঘোষণার পর প্রকৃতপক্ষে পুরো ক্যানভাসটাই কমিশনের অধীনে। কমিশনের যেকোনো নির্দেশনা দেওয়ার এখতিয়ার রয়েছে। সেক্ষেত্রে দেখতে হবে সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন হচ্ছে কি না।’

উল্লেখ্য, ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে তিনটি নির্বাচনের প্রতিটিতেই জাতীয় পার্টি এবং ১৪ দলের শরিকদের সংগে আসন সমঝোতা করেছে আওয়ামী লীগ। বিএনপি-জামায়াত জোট দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করার পর ১৪ দলের সঙ্গে জোট বজায় রাখে আওয়ামী লীগ।

সারাবাংলা/জেআর/এনএস

ড. হাছান মাহমুদ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর