Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে ট্রেন দুর্ঘটনায় মামলা হবে: তথ্যমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৩ ১৪:৪৫ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৩ ১৪:৪৬

ড. হাছান মাহমুদ, ছবি: সারাবাংলা

ঢাকা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘যারা গাজীপুরে রেললাইন কেটেছে তাদের বিরুদ্ধে মামলা করা হবে। যারা লাইন কেটে ট্রেন দুর্ঘটনা ঘটিয়েছে, তারা যদি মনে করেন তাদের খুঁজে বের করা যাবে না, তাহলে সেটা হবে ভুল। তাদের খুঁজে বের করা হবে।’

বুধবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

বিএনপিকে একটি সন্ত্রাসী দল উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, “আন্দোলনের নামে গত ২৮ অক্টোবর থেকে গণপরিবহনে আগুন দেওয়া হচ্ছে, ভাঙচুর করছে, মানুষ হত্যা করছে। গতকাল রাতে গাজীপুর ভাওয়াল রেলস্টেশনের কাছে রেললাইন কেটে ফেলায় ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়। তাতে একজন মারা যায়। অর্ধশত আহত হয়।”

গাড়িতে আগুন দেওয়া, ট্রেন লাইন উপরে ফেলা এটা কোন ধরনের রাজনীতি, প্রশ্ন তুলে তথ্যমন্ত্রী আরও বলেন, ‘পৃথিবীর কোনো দেশে এমন রাজনীতির নজির নেই। এই অপরাজনীতি চিরদিনের জন্য বন্ধ হওয়া দরকার। আমরা তা বন্ধ করতে বদ্ধপরিকর।’

উল্লেখ্য, গাজীপুরে ট্রেন দুর্ঘটনা তদন্তে ভিন্ন ভিন্ন দু’টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এরমধ্যে রেলওয়ের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি এবং স্থানীয় জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুর্ঘটনার পর এই লাইনে এখনও ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি।

সারাবাংলা/জেআর/এমও

গাজীপুর টপ নিউজ ট্রেন দুর্ঘটনা তথ্যমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর