Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

র‍্যাবের দখলমুক্ত করে কার্যালয় চালু করলো সিটি করপোরেশন

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৩ ১৩:৫৬ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৩ ১৪:০৫

ঢাকা: দীর্ঘ ৬ বছর পরে র‍্যাব-১০ এর থেকে দখলমুক্ত করে অঞ্চল-৩ এর আঞ্চলিক কার্যালয় চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এর আগে, দখলমুক্ত করে এটি সংস্কার করা হয়। একে একে দখল হয়ে থাকা অন্যান্য কার্যালয়ও দখলমুক্ত করে উন্মুক্ত করে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

বুধবার (১৩ ডিসেম্বর) সকালে ধলপুরে র‍্যাব-১০ এর কার্যালয়কে অবমুক্ত করে দক্ষিণ সিটির নতুন অন্তর্ভুক্ত হওয়া পাঁচটি (৬-১০) অঞ্চলের স্থায়ী কার্যালয় উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

এসময় তিনি বলেন, ‘দীর্ঘ সাড়ে ছয় বছর র‍্যাব কর্তৃক দখলে ছিল ভবনটি। আজ এটি চালু করার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করা হলো। ঢাকাতে এরকম আরও কয়েকটি ভবন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দখল রয়েছে। সেগুলোও ধীরে ধীরে দখলমুক্ত করে নাগরিক সুবিধায় ব্যবহার করা হবে।’

মেয়র আরও বলেন, ‘আগে অঞ্চল-৮ এর মানুষদের আজিমপুরে যেতে হতো কাজ করতে। এটা কষ্টকর ছিল। এখন আলাদা আলাদা অঞ্চলে পৃথক আঞ্চলিক কার্যালয় করা হবে। শুধু অবকাঠামো উদ্বোধনই নয়, পর্যাপ্ত জনবলও নিয়োগ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আগে দক্ষিণ সিটির আঞ্চলিক কার্যালয়গুলোর স্থায়ী অফিস না থাকার কারণে এক অঞ্চলের কাজ আরেক অঞ্চলে করতে হতো। এখন নাগরিকরা যার যার এলাকা থেকেই ট্রেড লাইসেন্স, ট্যাক্স পরিশোধ করতে পারবেন।’

সারাবাংলা/আরএফ/এমও

আঞ্চলিক কার্যালয় টপ নিউজ র‍্যাব র‍্যাবের দখল সিটি করপোরেশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর