Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন কমিশনে চলছে চতুর্থ দিনের আপিল শুনানি

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ ডিসেম্বর ২০২৩ ১৩:১৩

ঢাকা: চতুর্থ দিনের মতো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানি করেছে নির্বাচন কমিশন। বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই শুনানি শুরু হয়।

শুনানিতে এখন পর্যন্ত মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেয়েছেন, কুড়িগ্রাম-৪ আসনের তৃণমূল বিএনপির প্রার্থী মো. আতিকুর রহমান খান, লালমনিরহাট-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. জাবেদ হোসেনসহ কয়েকজন।

বিজ্ঞাপন

এছাড়া মনোনয়ন বাতিলই থাকছে, এমন প্রার্থীদের মধ্যে রয়েছেন খুলনা-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. অহিদুজ্জামান মোড়ল, গাজীপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আলম আহমেদ, কুমিল্লা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মুনতাকিম আশরাফ, সিরাজগঞ্জ-৩  আসনের স্বতন্ত্র স্বপন কুমার রায়সহ অনেকের।

শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, অন্য চার নির্বাচন কমিশনার ও কমিশনের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত আছেন।

নির্বাচন কমিশন প্রতিদিন ১০০ আপিলের শুনানি করছে। আজও একশ আপিলের শুনানি করবে কমিশন। আগামী শুক্রবার এই শুনানি শেষ হওয়ার কথা রয়েছে।

সারাবাংলা/জেজে/এমও

আপিল শুনানি নির্বাচন কমিশন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর