কাটা ছিল রেললাইন, ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে নিহত ১
১৩ ডিসেম্বর ২০২৩ ০৯:২৫ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৩ ১১:০০
গাজীপুর: গাজীপুরের ভাওয়াল স্টেশনে ট্রেনের ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত হয়েছে। কর্তৃপক্ষ জানায়, রেললাইন কেটে রাখায় এই দুর্ঘটনা ঘটে। এতে এক যাত্রী নিহত হয়েছেন।
বুধবার (১৩ ডিসেম্বর) ভোরে জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের বনখড়িয়া এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় জয়দেবপুর-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, ‘নেত্রকোণা থেকে ছেড়ে আসা ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ভাওয়াল স্টেশনের এক কিলোমিটার উত্তরে বনখড়িয়া এলাকায় প্রবেশের সময় ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।’
এসময় একজন যাত্রী নিহত হয়, নিহতের নাম আসলাম। তাৎক্ষণিকভাবে পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় ট্রেনের অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছে।
জয়দেবপুর রেল স্টেশন মাস্টার হানিফ আলী বলেন, ‘দুর্বৃত্তরা রেল লাইন কেটে ফেলায় এমন দুর্ঘটনা ঘটেছে। এতে জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কে রেল চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে লাইনচ্যুত ইঞ্জিন ও বগিগুলো উদ্ধার করার পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে।’
সারাবাংলা/এমও