Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেলগাছী মাঠে তুলার মাঠ দিবস অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২৩ ২২:১২ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৩ ০০:১৩

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় পরিকল্পিত উপায়ে তুলা চাষ বাড়াতে চাষিদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় পৌর এলাকার বেলগাছী মাঠে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা আঞ্চলিক তুলা উন্নয়ন বোর্ডের আয়োজনে ও সদর ইউনিটের সহযোগিতায় এবং রাজস্ব বাজেটের অর্থায়নে অনুষ্ঠিত মাঠ দিবসে সভাপতিত্ব করেন তুলা চাষি মনজুর কাদির।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা সেন দেবাশীষ। বিশেষ অতিথি ছিলেন সদর ইউনিট অফিসার মাজহারুল ইসলাম। মাঠ দিবসে প্রায় অর্ধ শতাধিক তুলা চাষি উপস্থিত ছিলেন।

সারাবাংলা/টিআর

চুয়াডাঙ্গা তুলা দিবস