Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চৌগাছায় ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২৩ ২৩:৫১

যশোর: জেলার চৌগাছায় ট্রাকচাপায় মোটরসাইকেল দুই জন আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় যশোরের চৌগাছা-ঝিকরগাছা সড়কের পলুয়া মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দু’জন হলেন- উপজলোর পাশাপোল ইউনিয়নের মালিগাতি গ্রামের মৃত আলী বক্সের ছেলে নুর ইসলাম (৪০) এবং তার নিকট আত্মীয় একই ইউনিয়নের দুড়িয়ালী গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে আয়ুব হোসেন (৫৫)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে উপজেলার পাশাপোল বাজার থেকে নূর ইসলাম আয়ুব হোসেনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে ছুটিপুর বাজারে যাচ্ছিলেন। পথে তাদের বহনকারী মোটরসাইকেলটি চৌগাছার পলুয়া গ্রাম মসজিদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। পরে ঘাতক ট্রাকটি ফেলে চালক ও সহকারী কপোতাক্ষ নদ পার হয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ দু’টি মরদেহ উদ্ধার করে যশোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, ‘চৌগাছায় ট্রাক চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। তাদের লাশ মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/পিটিএম

চৌগাছা ট্রাকচাপা মোটরসাইকেল আরোহী নিহত

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর