Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন সংক্রান্ত রিট শুনতে হাইকোর্টের দুই বেঞ্চ গঠন

স্টাফ করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২৩ ২৩:০২

ফাইল ছবি

ঢাকা: নির্বাচন কমিশন আইন ও বিধি সংক্রান্ত বিষয়াদিসহ জরুরি রিটের শুনানি গ্রহণ করতে হাইকোর্ট বিভাগে পৃথক দুটি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) থেকে এই দুই বেঞ্চকে এ সংক্রান্ত রিট শুনানির এখতিয়ার দিয়ে প্রধান বিচারপতির আদেশ জারি করা হয়েছে।

জাতীয় সংসদ নির্বাচনে যে সব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং আপিল নামঞ্জুর করা হয়েছে, সেসব প্রার্থী হাইকোর্টে রিট করে প্রতিকার চেয়ে থাকেন। মূলত সেইসব রিটের শুনানি এই দুই বেঞ্চে অনুষ্ঠিত হবে।

বেঞ্চ দুটি হলো—বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর বেঞ্চ এবং বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের বেঞ্চ।

সুপ্রিম কোর্টের অবকাশকালীন সময়েও আগামী ১৯ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত এই দুই বেঞ্চ নির্বাচন সংক্রান্ত রিটের শুনানি গ্রহণ করবেন। এ বিষয়ে গতকাল (১১ ডিসেম্বর) প্রধান বিচারপতি পৃথক দুটি আদেশ জারি করেন।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/কেআইএফ/একে

দুই বেঞ্চ প্রধান বিচারপতি রিট হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর