মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, এএসআই নিহত
১২ ডিসেম্বর ২০২৩ ২২:৫১ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৩ ০০:১৪
ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকার রায়েরবাগে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল বাতেন (৪৫) নিহত হয়েছেন। তিনি গেন্ডারিয়া থানায় কর্মরত ছিলেন।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে রায়েরবাগ আউটগোয়িংয়ে ঘটনাটি ঘটে। দেখতে পেয়ে এক ট্রাফিক পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা ট্রাফিক পুলিশ মো. নাসরুল হাসান বলেন, ‘রায়েরবাগ বাসস্ট্যান্ড আউটগোয়িং সড়কে ওই পুলিশ সদস্য আহত অবস্থায় পড়ে ছিলেন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে মারা যান। ঘটনাস্থলে উপস্থিত থাকা লোকজনেরর কাছ থেকে জানতে পারি, তিনি মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি ট্রাক সেটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।’
এদিকে, যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বিএম ফরমান আলী জানান, প্রাথমিকভাবে জানা গেছে, রায়েরবাগ এলাকায় সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য হাসপাতালে মারা গেছে। তবে কোন গাড়ি ধাক্কা দিয়েছে এখনো জানা যায়নি।
মৃত বাতেনের স্ত্রী ফারজানা আক্তার ঝর্না মুঠোফোনে জানান, তাদের বাড়ি নরসিংদী জেলার বেলাব উপজেলার আউলিয়াকান্দা গ্রামে। বর্তমানে এক ছেলে দুই মেয়ে নিয়ে তারা নারায়ণগঞ্জ সাইনবোর্ড এলাকায় থাকেন। তার স্বামী গেন্ডারিয়া থানায় কর্মরত ছিলেন। দুপুরে ডিউটতে গিয়েছিলেন। রাতে ঢামেক থেকে জানানো হয়, তিনি দুর্ঘটনা কবলিত হয়েছেন।
সারাবাংলা/পিটিএম